Digha News: এ যেন সাক্ষাৎ 'দানব'...! দিঘার সমুদ্রে পা ফেললেই গিলে খাবে! ছুটে আসছে কাতারে কাতারে মানুষ, আবার কী হল সৈকতে সরণীতে?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha News: ২৪ জুলাই বৃহস্পতিবার একদিকে নিম্নচাপ অন্যদিকে অমাবস্যার ভরা কোটাল। জোয়ারের সময় দিঘায় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়ালের উপর। সৈকত সরণীতে জলোচ্ছ্বাসে ভিজে তারিয়ে তারিয়ে উপভোগ করছে পর্যটকেরা।
advertisement
1/6

অমাবস্যার ভরা কোটালে শুক্রবার সকাল থেকেই জোয়ারের সময় উত্তাল সমুদ্র। দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। আনন্দে মাতোয়ারা পর্যটকেরা। দিঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দানবীয় ঢেউ আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা।
advertisement
2/6
জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। সমুদ্রের মাতাল করার জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি আকর্ষিত করছে। হওয়ায় জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ড ওয়ালে। সৈকত সরণীতে দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয়-পরিজন বন্ধুদের সঙ্গে।
advertisement
3/6
এমনিতেই বঙ্গোপসাগরে পরপর ঘূর্ণাবর্ত উত্তাল রয়েছে সমুদ্র। হওয়ায় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। জোয়ারের সময় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ড ওয়ালে। সৈকত সরণীতে দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয়-পরিজন বন্ধুদের সঙ্গে। চলতি সপ্তাহে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন।
advertisement
4/6
এমনিতেই বর্ষাকালে দিঘায় পর্যটকের সংখ্যা বেশি হয়। পর্যটকরা এলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সকালে ঝোড়ো হাওয়ার ফুলে ওঠেছে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে দিঘা পুলিশ প্রশাসন। উত্তাল সমুদ্রের নামতে না পারলেও পর্যটকদের মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই জলোচ্ছ্বাসের কারণে।
advertisement
5/6
সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখতে সৈকত সরণীতে হাজির হয় পর্যটকেরা। হাওয়ায় জোয়ারের সময় উত্তাল সমুদ্র। দানবীয় ঢেউ গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ে সৈকত সরণীতে। উত্তাল সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউর ঝাপটায় সমুদ্র স্নানের তারিয়ে তারিয়ে উপভোগ করল পর্যটকেরা।
advertisement
6/6
দিঘায় আসা পর্যটকেরা জানিয়েছেন, সমুদ্রের ভয়ঙ্কর সুন্দর রূপ তাদের আকৃষ্ট করেছে। জলোচ্ছ্বাসের ঝাপটায় সকালবেলা সমুদ্রস্নানের মজা নিয়ে খুশি পর্যটকেরা। বর্ষায় দিঘার এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে উঠেছে পর্যটকেরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: এ যেন সাক্ষাৎ 'দানব'...! দিঘার সমুদ্রে পা ফেললেই গিলে খাবে! ছুটে আসছে কাতারে কাতারে মানুষ, আবার কী হল সৈকতে সরণীতে?