Stone Art: পাথর শিল্পীর অনন্য সৃষ্টি 'নিরক্ষরতা দূরীকরণ'
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Stone Art: বাঁকুড়ার বিখ্যাত পাথর শিল্পে চমক দিলেন শিল্পী সনাতন কর্মকার। নিরক্ষরতা দূরীকরণ বিষয়ের উপর তৈরি করলেন দুর্দান্ত সৃষ্টি
advertisement
1/6

বাঁকুড়ার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পাথর শিল্পী সনাতন কর্মকারের বিখ্যাত সৃষ্টি ভারতের নিরক্ষরতা দূরীকরণের রূপ।
advertisement
2/6
পাথরের উপরে খোদাই করে ভারতের ম্যাপ এঁকে ফুটিয়ে তোলা হয়েছে আঞ্চলিক মৌলিকতা। মূল মন্ত্র নিরক্ষরতা দূরীকরণ
advertisement
3/6
ভারতের সবাই শিক্ষিত হবে একদিন। এমন স্বপ্ন নিয়েই এই বিশেষ সৃষ্টি করেছেন তিনি।
advertisement
4/6
২০০৭ সালে ৮ ইঞ্চির কৃষ্ণ বানিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পান সনাতন কর্মকার।
advertisement
5/6
এখনও পাথর শিল্পকে বাঁচিয়ে রেখে কাজ করে চলেছেন এই শিল্পী। তারই অন্যতম সৃষ্টি নিরক্ষরতা দূরীকরণে ভারত।
advertisement
6/6
শিল্পী নিজে জানান,