Kali Puja : ভাস্করদের কারখানা থেকে শুরু! আজও ঐতিহ্য বহন করছে দাঁইহাটের বড় মা কালীর পুজো
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Kali Puja : দাঁইহাটে রাস উৎসবেই এক অন্য দীপাবলির ছোঁয়া লেগেছে। রাস উৎসবের মধ্যেই দাঁইহাট শহরের ব্যতিক্রমী বড় মা কালীর পুজোকে ঘিরে মাতোয়ারা শহরের বাসিন্দারা।
advertisement
1/5

দাঁইহাটে রাস উৎসবেই এক অন্য দীপাবলির ছোঁয়া লেগেছে। রাস উৎসবের মধ্যেই দাঁইহাট শহরের ব্যতিক্রমী বড় মা কালীর পুজোকে ঘিরে মাতোয়ারা শহরের বাসিন্দারা। তবে দক্ষিণা কালী হিসেবে পুজিত প্রাচীন এই বড় মা কালীকে অমবস্যার বদলে রাস পূর্ণিমার আলোতে বৈষ্ণব মতে পুজো করা হয়। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
এই কালীপুজোকে ঘিরে গোটা দাঁইহাট শহরের বাসিন্দারা রাস উৎসবের সঙ্গেই মেতে উঠেছেন। কালীপুজো সাধারণত অমাবস্যার রাতে হয়। কিন্তু ব্যতিক্রম শুধু দাঁইহাটের বড় মা কালী পুজো পূর্ণিমাতেই হয়। জানা গিয়েছে, এই পুজো প্রায় ৪০০ বছর ধরে হয়। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
মা ভবতারিণীর মূর্তি তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটের বিখ্যাত ভাস্কর্য্য শিল্পী নবীন ভাস্কর। ১৮৫৫ সালে রানি রাসমণির দেওয়া বরাত পেয়ে দাঁইহাটের বিখ্যাত ভাস্কর নবীন ভাস্কর মা ভবতারিণীর মূর্তি তৈরি করেছিলেন। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
এক মাসের বেশি সময় ধরে কলকাতায় গিয়ে হবিষান্ন খেয়ে আচার মেনে পরম ভক্তিভরে এবং নিষ্ঠা সহকারে মা ভবতারিণীর মূর্তি গড়ার কাজ করেছিলেন। একসময় এই এলাকায় বিখ্যাত ভাস্কর্য শিল্পী নবীন ভাস্করদের পূর্ব পুরুষদের পাথর কাটার কারখানা ছিল৷ তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
সেই ভাস্করদের কারখানাতেই প্রথম এই বড় মা কালীর পুজো শুরু হয়। বড় মা কালীর পুজো রাস উৎসবে অন্যতম মূল আকর্ষন শহরবাসীর কাছে৷ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের ভিড় জমে বড় মা কালীর পুজোতে৷ তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja : ভাস্করদের কারখানা থেকে শুরু! আজও ঐতিহ্য বহন করছে দাঁইহাটের বড় মা কালীর পুজো