অহংকারে পতন ! বদলে গেল ভাগ্যের চাকা, ফের স্টেশনেই ফিরলেন রানাঘাটের রাণু
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সামান্য বিখ্যাত হতেই নিজেকে কেউকেটা ভাবতে শুরু করেন রাণু ৷ অবশেষে ফিরতে হল সেই স্টেশন চত্বরেই ৷
advertisement
1/5

রানাঘাট স্টেশন থেকেই তাঁর উত্থান ৷ বলিউডে পাড়ি ৷ রাতারাতি জীবনটাই পাল্টে গিয়েছিল ৷ কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না ৷ সেই আবার স্টেশনেই ফিরে আসতে হল ‘সিংগিং সেনসেশন’ রাণু মন্ডলকে ৷ File Photo
advertisement
2/5
স্টারডম বেশিদিন উপভোগ করতে পারলেন না রাণু ৷ বাস্তবের মাটি থেকে আকাশে, আবার আকাশ থেকে বাস্তবের মাটিতে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, সেই পুরনো দিনের মতোই এখন রোজ দু’বেলা পেট ভরে দু’মুঠো ভাত খেতেই কালঘাম ছুটছে তাঁর। File Photo
advertisement
3/5
রানাঘাটের স্টেশন থেকে যেন হঠাৎ করেই বলিউডের আকাশে উঠে গিয়েছিলেন স্টেশনে একসময়ে ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো রাণু ৷ সোশ্যাল মিডিয়ায় এক তরুণের করা তাঁর গানের পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় ৷ তারপরেই বলিউডে পাড়ি দেন রাণু ৷ হিমেশ রেশমিয়ার সৌজন্যে একটি সিনেমায় প্লে ব্যাকের সুযোগও পেয়ে যান তিনি ৷ ‘তেরি মেরি...’ গানটি সুপার-ডুপার হিট হয় ৷ কিন্তু কোথায় কী ! সুখ স্থায়ী হল না বেশিদিন ৷ File Photo
advertisement
4/5
স্পটলাইট রাণুর উপরেই ছিল। কিন্তু তখনই ছন্দপতন। হঠাৎই যেমন সেলিব্রিটি হওয়ার সুযোগ পেয়েছিলেন রাণু মণ্ডল, আবার সেই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে একেবারে মুছেই গেলেন তিনি। তার কারণ হিসেবে অনেকেই বলছেন, তাঁর দাম্ভিক আচরণই এর জন্যে দায়ী। File Photo
advertisement
5/5
সামান্য বিখ্যাত হতেই নিজেকে কেউকেটা ভাবতে শুরু করেন রাণু ৷ অবশেষে ফিরতে হল সেই স্টেশন চত্বরেই ৷ জীবন চালাতে হচ্ছে আবার আগের মতো মানুষের দয়া-দাক্ষিণ্যে ৷ File Photo