SSC Recruitment Case: SSC কাণ্ডে অযোগ্যদের তালিকায় বিধায়ক-কন্যার নাম! রাতে যুক্ত হয়েছে নাম, জানেন কোথাকার MLA?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Recruitment Case: অযোগ্যদের নাম প্রকাশ্যে এসেছে শনিবারই। সেই তালিকায় উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম। প্রথমে ১৮০৪ জনের নাম সামনে এলেও পরে আরও দুজনের নাম যুক্ত করা হয়।
advertisement
1/5

অযোগ্যদের নাম প্রকাশ্যে এসেছে শনিবারই। সেই তালিকায় উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম। প্রথমে ১৮০৪ জনের নাম সামনে এলেও পরে আরও দুজনের নাম যুক্ত করা হয়।
advertisement
2/5
শেষ পর্যন্ত অযোগ্যদের তালিকায় নাম এসেছে চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম। রোশনারা বেগম চোপড়ার কালিগঞ্জ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।
advertisement
3/5
আদালতের নির্দেশে আগেই চাকরি গিয়েছিল, এবার অযোগ্যদের তালিকায় নাম এল রোশনারা বেগমের। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়ম মেনে ১৮০৬ জনের নাম প্রকাশিত হয়েছে।
advertisement
4/5
এদিকে, অযোগ্যদের তালিকায় নাম বেরল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজয় মাজির। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বর্তমানে তিনি সবংয়ের মোহাড় হাইস্কুলের শিক্ষকতা করতেন।
advertisement
5/5
আরও এক বিধায়কের পুত্রবধূর নামও রয়েছে অযোগ্যদের তালিকায়। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম রয়েছে এই তালিকায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
SSC Recruitment Case: SSC কাণ্ডে অযোগ্যদের তালিকায় বিধায়ক-কন্যার নাম! রাতে যুক্ত হয়েছে নাম, জানেন কোথাকার MLA?