Hooghly News: শিশুর সিল করা ঔষধের শিশির মধ্যে মাকড়সা! তারকেশ্বরে বন্ধ হল এই ভিটামিন ওষুধ বিক্রি
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Hooghly News: এবার সদ্যোজাত শিশুদের ভিটামিন ওষুধে মাকড়সা জাতীয় পোকা মেলায় চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরে। মূলত শিশু ভুমিস্ট হওয়ার পর থেকে এই ভিটামিন ওষুধ খাওয়ানো হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর সেই ভিটামিন ওষুধে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলেও।
advertisement
1/6

হুগলি: এবার সদ্যোজাত শিশুদের ভিটামিন ওষুধে মাকড়সা জাতীয় পোকা মেলায় চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরে। মূলত শিশু ভুমিস্ট হওয়ার পর থেকে এই ভিটামিন ওষুধ খাওয়ানো হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর সেই ভিটামিন ওষুধে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলেও।
advertisement
2/6
ভেজাল ওষুধ নিয়ে বারবার তৎপরতা লক্ষ্য করা গিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গত কয়েক বছর ধরে নিম্ন ও গুনগত মানের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ব্ল্যাক লিস্ট করেছে কেন্দ্র। তারপরও কেন্দ্রের নজরদারির যে ফাঁকি থেকে যাচ্ছে তা তারকেশ্বরের ঘটনা প্রমান করে।
advertisement
3/6
ভিটামিন ওষুধে পোকা পাওয়ার পরই আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের বসাক দম্পতি। সিল করা ভিটামিন ওষুধের মধ্যে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান দু'মাসের শিশুর মা পায়েল বসাক।
advertisement
4/6
স্থানীয় একটি ফার্মেসী থেকে বায়োজেন লাইফ সাইন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি VIT D3 TONE ক্রয় করেন অশোক বসাক তার দু'মাসের শিশুর জন্য এবং তা স্থানীয় একটি নার্সিং হোমের শিশু চিকিৎসকের প্রেসক্রাইব করা।
advertisement
5/6
জানা গিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিয়েছিলেন অশোক বসাক। কিন্তু স্ত্রী পায়েল বসাকের দাবি, তার দু'মাসের শিশুকে ভিটামিন ঔষুধটি খাওয়নোর আগেই দেখতে পাওয়া যায় ঔষধের শিশির মধ্যে কিছু একটা আছে। শিশির সিল না কেটে স্বামীকে দেন তিনি। স্বামী অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মেসী তে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লকের স্বস্থ্য আধিকারিককে অভিযোগ জানান।
advertisement
6/6
ফার্মেসীর কর্ণধার জানান চিরঞ্জিত দাস পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। অন্যদিকে, তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ শেখ হানিফ জানান, প্রথমেই ওই ভিটামিন ওষুধটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে। এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঔষধটি পাঠানো হবে। এরপর জেলা স্বাস্থ্য দফতর থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই মত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শিশুর সিল করা ঔষধের শিশির মধ্যে মাকড়সা! তারকেশ্বরে বন্ধ হল এই ভিটামিন ওষুধ বিক্রি