Snake Alert: ফোঁস ফোঁস শব্দ! স্কুলের মধ্যে ঘাপটি মেরে ছিল বিষধর গোখরো, কাছে যেতেই...! তারপর যা ঘটল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Shantonu Das
Last Updated:
Snake Alert: প্রতিদিনের মত স্কুলে ক্লাস চলছিল নিয়ম মেনে। হঠাৎ হইহই কাণ্ড। স্কুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কালো রঙের এক বিষাক্ত গোখরো।
advertisement
1/6

প্রতিদিনের মতো স্কুলে ক্লাস চলছিল নিয়ম মেনে। হঠাৎ হইহই কাণ্ড। স্কুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কালো রঙের এক বিষাক্ত গোখরো। আর সেই গোখরোকে ঘিরেই শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
advertisement
2/6
পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নং ব্লকের চেলিয়ামা ভগবতচন্দ্র উচ্চতর বালিকা বিদ্যালয়ে শুক্রবার ঘটা এমন ঘটনায় সকাল থেকেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হল পুরো স্কুল চত্বরজুড়ে।
advertisement
3/6
চেলিয়ামা ভগবতচন্দ্র উচ্চতর বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ঈশিকা বটব্যাল জানান, 'স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলাকালীন হঠাৎ দেখতে পাওয়া যায় কালো রঙের ওই গোখরোকে। স্কুলে কাজ করা সাফাই কর্মীদের প্রথম বিষয়টি নজরে আসে। তৎক্ষণাৎ তারা বিষয়টি আমাদের জানান। স্কুলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।'
advertisement
4/6
তারপরেই কোনও রকমে একটি পাত্রের মধ্যে সাপটিকে বন্দী করেন সাফাই কর্মীরাই। সাপটি দেখতে ভিড় জমান স্কুলের পড়ুয়ারা। পরে গোখরোটিকে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
advertisement
5/6
অন্যদিকে স্কুলের ক্লার্ক তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সরস্বতী বাউরি জানান, এমনিতেই বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। জলাজঙ্গল থেকে উঠে এসে ছোটখাটো খালে ঢুকে পড়ে তারা। চেলিয়ামা ভগবতচন্দ্র উচ্চতর বালিকা বিদ্যালয়েও এমনই কাণ্ড ঘটেছে।
advertisement
6/6
সম্ভবত, সাপটি পাশের কোনও জঙ্গল থেকে স্কুলে ঢুকে পড়েছিল। যদিও দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে সাপটিকে সাফাই কর্মীরা একটি পাত্রের মধ্যে বন্দী করে পাশের জঙ্গলে ছেড়ে দেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snake Alert: ফোঁস ফোঁস শব্দ! স্কুলের মধ্যে ঘাপটি মেরে ছিল বিষধর গোখরো, কাছে যেতেই...! তারপর যা ঘটল