Amrit Bharat Train: আমজনতার জন্য অমৃত ভারত বানিয়েছে চিত্তরঞ্জন! কী কী বিশেষত্ব রয়েছে জানেন?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Amrit Bharat Train: অমৃত ভারতের এই নতুন এই এরোডাইনামিক ইঞ্জিন WAP5 মডেলের। বর্তমানে ভারতীয় রেলওয়ে এই ইঞ্জিন ব্যবহার করে দ্রুতগতির সমস্ত প্যাসেঞ্জার ট্রেনগুলির জন্য।
advertisement
1/6

অমৃত ভারত ট্রেনে চেপে পাড়ি দিচ্ছেন আমজনতা। যে ট্রেনের ইঞ্জিন বানিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। জানেন কি কি বিশেষত্ব রয়েছে তাতে?
advertisement
2/6
সিএলডব্লিউ এর এক আধিকারিক জানান, , বন্দে ভারতের ডিজাইনকে মাথায় রেখে অমৃত ভারত এক্সপ্রেসের লোকো এরোডাইনামিক ভাবে তৈরি করা হয়েছে। ইঞ্জিনের এই বিশেষ ডিজাইনের জন্য ট্রেনটি দ্রুত ছুটতে পারবে।
advertisement
3/6
অমৃত ভারতের এই নতুন এই এরোডাইনামিক ইঞ্জিন WAP5 মডেলের। বর্তমানে ভারতীয় রেলওয়ে এই ইঞ্জিন ব্যবহার করে দ্রুতগতির সমস্ত প্যাসেঞ্জার ট্রেনগুলির জন্য।
advertisement
4/6
অমৃত ভারত এক্সপ্রেস এর জন্য যে ইঞ্জিন চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস তৈরি করেছে তা ৬০০০ হর্সপাওয়ারের। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিন খুব সহজে দীর্ঘ পথ অতিক্রম করতে পারবে।
advertisement
5/6
পুস-পুল টেকনোলজি ব্যবহার করা হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসের জন্য। অর্থাৎ সামনে একটি ইঞ্জিন এবং পিছনে একটি ইঞ্জিন রয়েছে। যার ফলে ট্রেনটির যাতায়াত করতে সুবিধা হবে।
advertisement
6/6
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তৈরি অমৃত ভারত এক্সপ্রেসের লোগো অর্থাৎ ইঞ্জিনগুলিও আধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। যার ফলে লোকো পাইলটদেরও কোনও সমস্যা হবে না।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Amrit Bharat Train: আমজনতার জন্য অমৃত ভারত বানিয়েছে চিত্তরঞ্জন! কী কী বিশেষত্ব রয়েছে জানেন?