Mid Day Meal: স্কুলের মিড ডে মিলে ফল-আইসক্রিম দিয়ে ৩৬ রকমের সুস্বাদু পদ! পাত পেড়ে খেতে বসল কচি-কাঁচারা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেতে গিয়েছে স্কুলের কচি-কাঁচারা। কিন্তু সেখানে গিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবে তারা। ৩৬ রকমের পদ ছিল তাদের সামনে।
advertisement
1/6

প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেতে গিয়েছে স্কুলের কচি-কাঁচারা। কিন্তু সেখানে গিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবে তারা। ৩৬ রকমের পদ ছিল তাদের সামনে।
advertisement
2/6
এমন ঘটনা ঘটল ফলতা এফপি স্কুলে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, জেলার খাদ্য দফতর ও কেন্দ্রীয় সরকারের পিএম পোষানের আওতায় 'তিথি ভোগ' দেওয়া হয়েছে তাদের।
advertisement
3/6
এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সী মহাশয়া।সমস্ত শিক্ষার্থীদের জন্যে ৩৬ রকমের খাদ্য রন্ধন করা হয়।
advertisement
4/6
মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলমি শাক ভাজা, ঢেঁড়শ ভাজা, বিনস ভাজা, সোয়াবিন তরকারি।
advertisement
5/6
পনির কোপ্তা, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, কুমড়ো পুঁই শাক চিংড়ি, ঝিঙে আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাংসের তরকারি।
advertisement
6/6
ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ডিমের তরকারি, আমের চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ, আইস ক্রিম, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, ফুচকা, স্যালাড, তরমুজ, আপেল, খেজুর, বেগুনি, হজমোলা ও লস্যি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mid Day Meal: স্কুলের মিড ডে মিলে ফল-আইসক্রিম দিয়ে ৩৬ রকমের সুস্বাদু পদ! পাত পেড়ে খেতে বসল কচি-কাঁচারা