TRENDING:

Street Food: কম খরচে, দুর্দান্ত স্বাদ, খেলে ভোলা দায়! বাঁকুড়ার এই খাবার না খেলে বড় মিস

Last Updated:
Street Food: দাম শুরু মাত্র ৬ টাকা থেকে, ১০০ টাকায় পেট ভরতি। বাঁকুড়া শহরের এই খাবারগুলি মন কেড়ে নেবে আপনার।
advertisement
1/6
কম খরচে, দুর্দান্ত স্বাদ, খেলে ভোলা দায়! বাঁকুড়ার এই খাবার না খেলে বড় মিস
সরকারি কাজ হোক কিংবা বেড়াতে। বাঁকুড়া শহরে আসলে এই খাবার মিস করবেন না ভুলেও। একদম কম খরচে দুর্দান্ত টেস্ট।
advertisement
2/6
প্রথমেই শুরু করুন বাঁকুড়ার বিখ্যাত সাগর দত্তের চপ। পেয়ে যাবেন সন্ধ্যা ছয়টা থেকে বাঁকুড়া শহরের ইন্দিরা গোড়া মোড়ে।
advertisement
3/6
এরপর চলে আসুন বাঁকুড়ার নুনগোলা রোডের উপরে ঘন্টু মিষ্টান্ন ভান্ডারে। পেয়ে যাবেন গাওয়া ঘি দিয়ে তৈরি ছ'টাকার মন্ডা।
advertisement
4/6
এবার খান কুড়ি টাকার রাম কচুরি। এক প্লেট খেলে পেট ভর্তি। পেয়ে যাবেন বাঁকুড়া শহরের শাখারি পাড়া মোড়ে।
advertisement
5/6
এবার পেট ভরা কিছু খেতে চান তাহলে চলে আসুন। বাঁকুড়া শহরের কলেজ মোড়ে। পেয়ে যাবেন মাত্র ৫৫ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি।
advertisement
6/6
সবই তো খেলেন এবার বাঁকুড়ার গরমে কষ্ট হলে। চলে আসুন মাচানতলার সুমনের আইসক্রিম লস্যি খেতে। মাত্র কুড়ি টাকায় ধামাকা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Street Food: কম খরচে, দুর্দান্ত স্বাদ, খেলে ভোলা দায়! বাঁকুড়ার এই খাবার না খেলে বড় মিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল