Street Food: কম খরচে, দুর্দান্ত স্বাদ, খেলে ভোলা দায়! বাঁকুড়ার এই খাবার না খেলে বড় মিস
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Street Food: দাম শুরু মাত্র ৬ টাকা থেকে, ১০০ টাকায় পেট ভরতি। বাঁকুড়া শহরের এই খাবারগুলি মন কেড়ে নেবে আপনার।
advertisement
1/6

সরকারি কাজ হোক কিংবা বেড়াতে। বাঁকুড়া শহরে আসলে এই খাবার মিস করবেন না ভুলেও। একদম কম খরচে দুর্দান্ত টেস্ট।
advertisement
2/6
প্রথমেই শুরু করুন বাঁকুড়ার বিখ্যাত সাগর দত্তের চপ। পেয়ে যাবেন সন্ধ্যা ছয়টা থেকে বাঁকুড়া শহরের ইন্দিরা গোড়া মোড়ে।
advertisement
3/6
এরপর চলে আসুন বাঁকুড়ার নুনগোলা রোডের উপরে ঘন্টু মিষ্টান্ন ভান্ডারে। পেয়ে যাবেন গাওয়া ঘি দিয়ে তৈরি ছ'টাকার মন্ডা।
advertisement
4/6
এবার খান কুড়ি টাকার রাম কচুরি। এক প্লেট খেলে পেট ভর্তি। পেয়ে যাবেন বাঁকুড়া শহরের শাখারি পাড়া মোড়ে।
advertisement
5/6
এবার পেট ভরা কিছু খেতে চান তাহলে চলে আসুন। বাঁকুড়া শহরের কলেজ মোড়ে। পেয়ে যাবেন মাত্র ৫৫ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি।
advertisement
6/6
সবই তো খেলেন এবার বাঁকুড়ার গরমে কষ্ট হলে। চলে আসুন মাচানতলার সুমনের আইসক্রিম লস্যি খেতে। মাত্র কুড়ি টাকায় ধামাকা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Street Food: কম খরচে, দুর্দান্ত স্বাদ, খেলে ভোলা দায়! বাঁকুড়ার এই খাবার না খেলে বড় মিস