TRENDING:

পুলিশ দিবসে জনতাকে 'উপহার'! প্রায় ১০ হাজার মানুষের মুখে ফুটল হাসি, পুজোর আগে খুশি সকলে

Last Updated:
Police Day: দুর্গাপুজোর আগে আশার আলো নিয়ে পাশে দাঁড়াল জেলা পুলিশ
advertisement
1/6
পুলিশ দিবসে জনতাকে 'উপহার'! প্রায় ১০ হাজার মানুষের মুখে ফুটল হাসি, পুজোর আগে খুশি সকলে
<strong>পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ</strong> শিলাবতী নদীর জল কমতে শুরু করলেও ঘাটালের বেশ কয়েকটি এলাকা এখনও জলবন্দি। নীচু অঞ্চলগুলিতে মানুষের চলাফেরা এখনও ডিঙি কিংবা নৌকার উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে পুজোর আগে আশার আলো নিয়ে পাশে দাঁড়াল জেলা পুলিশ।
advertisement
2/6
পুলিশ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঘাটালের বন্যা দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। প্রশাসনের দাবি, প্রায় দশ হাজার মানুষের কাছে পৌঁছেছে এই সাহায্য। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
3/6
মনসুকা, সুলতানপুরের একঢেলে মোড় এবং ইড়পালা সহ একাধিক বন্যা কবলিত এলাকায় পুলিশ প্রশাসন সরাসরি পৌঁছে গিয়ে বন্যা দুর্গত মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেয়। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
4/6
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
5/6
পুজোর আগে নতুন পোশাক পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষজন। জলবন্দি অবস্থায় থেকেও উৎসবের আগে পুলিশের এই মানবিক উদ্যোগ তাঁদের মনে নতুন আনন্দ জাগিয়ে তুলেছে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
6/6
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, বন্যার সময় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ প্রশাসন কাজ করেছে। স্পিডবোটে অসুস্থ মানুষদের উদ্ধার, শিশুদের শুকনো খাবার থেকে রান্না করা খাবার নৌকায় করে ঘরে পৌঁছে দেওয়া- সবক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিয়েছে পুলিশ। তাই পুজোর আগে বন্যা দুর্গতদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুলিশ দিবসে জনতাকে 'উপহার'! প্রায় ১০ হাজার মানুষের মুখে ফুটল হাসি, পুজোর আগে খুশি সকলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল