TRENDING:

Tarapith Temple: ভূত চতুর্দশীর ভয়ঙ্কর 'সেই' রাত, তারাপীঠ মন্দিরের ভিতরে কী হয় জানেন? শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
Tarapith Temple: দীপান্বিতা কালীপুজোর আগের রাত্রি ভূত চতুর্দশী হিসাবে পালন করেন অনেকেই। আর এই ভূত চতুর্দশীর রাত্রে তারাপীঠ মন্দিরে বিশেষ হোম যজ্ঞের আয়োজন হয়। এ বছরও যদিও তার ব্যতিক্রম হয়নি। কী কারণে ১৪ টি প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশীর রাত্রে? জেনে নিন বিস্তারিত
advertisement
1/5
ভূত চতুর্দশীর ভয়ঙ্কর 'সেই'রাত, তারাপীঠ মন্দিরের ভিতরে কী হয় জানেন?শুনলে গায়ে কাঁটা দেবে
আজ দীপান্বিতা কালীপুজো। আর এই দীপান্বিতা কালীপুজোর দিন পুণ্যার্থীদের প্রত্যেক বছর ভিড় জমে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে। এই বছরও তারাপীঠে কালীপুজো উপলক্ষ্যে ব্যস্ততা একদম তুঙ্গে। এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে এইদিন অর্থাৎ ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিট থেকে এবং শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
এই দীপান্বিতা কালীপুজোর আগের রাত্রি ভূত চতুর্দশী হিসাবে পালন করেন অনেকেই। আর এই ভূত চতুর্দশীর রাত্রে তারাপীঠ মন্দিরে বিশেষ হোম যজ্ঞের আয়োজন হয়। এ বছরও যদিও তার ব্যতিক্রম হয়নি। গোটা তারাপীঠ মন্দির চত্বর আলোক সজ্জায় সাজিয়ে তোলার পাশাপাশি ভূত চতুর্দশীর রাত্রে বিশেষ হোম যজ্ঞ করা হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
তবে কেন পালন করা হয় এই ভূত চতুর্দশী! এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ জানান, বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর রাত্রে খোলা থাকে স্বর্গ ও নরকের দরজা। আর সেখান থেকেই আত্মা এবং স্বর্গ লাভ করা ব্যক্তিরা নেমে আসেন মর্ত্যে। আর সেইসব পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভূত চতুর্দশীর সন্ধ্যায় জ্বালানো হয় ১৪ প্রদীপ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
কিন্তু ভূত চতুর্দশী মানে সত্যি করে কী ভূতের কথা বলা হয়! বিভিন্ন তন্ত্র সাধকদের মতে, মানব শরীর তৈরি হয় ক্ষিতি (পৃথিবী),তেজ (আগুন),অপ (জল), মরুৎ (বায়ু),ব্যোম (আকাশ), আর এই পঞ্চভূতকে সম্মান জানাতেই শুরু হয়েছিল ভূত চতুর্দশী। এ তো গেল ভূত চতুর্দশীর কথা তবে কেন ১৪ প্রদীপ জ্বালানো হয় এর কী ব্যাখ্যা রয়েছে?ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
হিন্দুদের পুরানে ১৪ টি ভুবনের উল্লেখ রয়েছে যার মধ্যে সাতটি পাতাল এবং সাতটি স্বর্গ। এর মধ্যে সাতটা পাতাললোক হলও অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল,পাতাল ও রসাতল। এর মধ্যে সাতটা স্বর্গলোক হলও ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য। পুরানে লেখা রয়েছে এই ১৪ টি লোকের অধিবাসীদের সম্মান জানাতেই শুরু হয়েছিল এই ১৪ প্রদীপ জ্বালানোর প্রথা।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: ভূত চতুর্দশীর ভয়ঙ্কর 'সেই' রাত, তারাপীঠ মন্দিরের ভিতরে কী হয় জানেন? শুনলে গায়ে কাঁটা দেবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল