Durga Puja 2025: সীমান্ত শহর বনগাঁয় ঠাকুর দেখার আগে এই জিনিস না জানলেই পড়তে হবে অসুবিধায়, অবশ্যই জানুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja 2025: সীমান্ত শহর বনগায় ঠাকুর দেখার আগে এই জিনিস না জানলেই পড়তে হবে অসুবিধায়
advertisement
1/6

*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: সীমান্ত শহর বনগাঁ মহকুমা এবার প্রায় ৩৫টি সার্বজনীন দুর্গোৎসব হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপূজোর দিনগুলিতে ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে বনগাঁ পুলিশ জেলাও একাধিক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এই এলাকায় পূজো দেখতে আসা দর্শনার্থীরা কোথায় রাখবেন গাড়ি, কোথায় সারবেন পেটপুজো, আর কোথায় রয়েছে পাবলিক টয়লেট-সহ হাসপাতাল পরিষেবা যা প্রয়োজন নিয়ে ব্যবহার করতে পারবেন জেনে রাখুন তার সন্ধান।
advertisement
2/6
*ইতিমধ্যেই প্রায় ৩৭ স্পট চিহ্নিত করা হয়েছে যেই জায়গা পর্যন্ত দর্শনার্থীরা গাড়ি বা বিভিন্ন যানবাহন নিয়ে যেতে পারবেন। তারপর থেকে পায়ে হেঁটেই ঠাকুর দেখতে হবে সকলকে। ফলে এই ৩৭ জোনের কাছাকাছি রাখা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
advertisement
3/6
*সন্ধ্যের পর থেকেই যানজটের ছবি অতীতে দেখা গেলেও, এবছর সেই যানজট এড়াতে করা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজো সংলগ্ন মোড়ে যানবাহন আটকে দিয়ে দর্শনার্থীদের হেঁটে মন্ডপে যাওয়ার রুপরেখা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী এবার দেখতে হবে ঠাকুর।
advertisement
4/6
এই ঠাকুর দেখার পাশাপাশি পেট পুজোর সারতে চাইলে সীমান্ত শহরে রান্নাঘর রেস্টুরেন্ট, বারোমাসে তেরো পার্বণ, সম্প্রীতি রেস্টুরেন্ট সহ বিভিন্ন অপশন রয়েছে দর্শনার্থীদের জন্য
advertisement
5/6
*দর্শনার্থীদের ব্যবহারে পৌরসভার তরফে স্মার্ট পে অ্যান্ড ইউজ টয়লেট খুলে দেওয়া হবে যা বনগাঁ পৌর এলাকাসহ বিভিন্ন জায়গায় রয়েছে বলে জানানো হয়। এছাড়াও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া বা প্রয়োজনে চিকিৎসা নিতে যাওয়া মানুষ দ্রুত যেতে পারবেন বনগাঁ হাসপাতাল-সহ কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
advertisement
6/6
*নানা জায়গায় দুর্গাপুজো উপলক্ষে হেলথ ক্যাম্প করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাই এবার সীমান্ত শহরে দর্শনার্থীরা চুটিয়ে উপভোগ করতে পারবেন শারদ উৎসব।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: সীমান্ত শহর বনগাঁয় ঠাকুর দেখার আগে এই জিনিস না জানলেই পড়তে হবে অসুবিধায়, অবশ্যই জানুন