TRENDING:

'জনবিস্ফোরণ' ঠেকাতেই হবে! এগিয়ে এলেন ২০০ জন মহিলা! যা হল বীরভূমে

Last Updated:
দিন দিন বেড়ে চলেছে দেশের জনসংখ্যা, এটাই এখন দেশবাসীর কাছে এক বড় মাথাব্যথার কারণ। কীভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে?
advertisement
1/5
'জনবিস্ফোরণ' ঠেকাতেই হবে! এগিয়ে এলেন ২০০ জন মহিলা! যা হল বীরভূমে
দিন দিন বেড়ে চলেছে দেশের জনসংখ্যা, এটাই এখন দেশবাসীর কাছে এক বড় মাথাব্যথার কারণ। কীভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে? সে প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। এই জ্বলন্ত সমস্যা থেকে বাঁচার উপায় পরিবার পরিকল্পনা। সেই নিয়েই এবার এগিয়ে এলেন ২০০ জন মহিলা। বীরভূমের চোরমুড়া ঝোড়ামাঠ ও শালবুনি গ্রামে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
মহিলাদের পাশে দাঁড়িয়েছিল FWN FOUNDATION নামে স্বেচ্ছাসেবী সংস্থা। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা ও আশাকর্মীরা। উপস্থিত ছিলেন গ্রামীণ মহিলারা, যাঁদের পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয় এদিন।
advertisement
3/5
অনুষ্ঠানে একটি বেসরকারি ওষুধ সংস্থার বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে আলোচনা করেন পরিবার পরিকল্পনার প্রয়োজনিয়তা, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল (OCP)-এর সঠিক ব্যবহার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা নিয়ে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বলেন, সচেতনতার অভাবই অনেক ক্ষেত্রে মাতৃস্বাস্থ্যের জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
4/5
ফ্রেন্ডস অফ ওয়াইল্ড লাইফ অ্যাণ্ড নেচার ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সংস্থার লক্ষ্য শুধুমাত্র বন্যপ্রাণ সংরক্ষণ বা প্রকৃতি রক্ষা নয়, বরং সমাজের সার্বিক উন্নয়ন। তাই তারা নিয়মিতভাবে স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতা বিষয়ক কর্মসূচি আয়োজন করেন।
advertisement
5/5
গ্রামীণ মহিলাদের তরফে জয়া বাগ্দী জানান, এই ধরনের সচেতনতা শিবির থেকে তারা এমন অনেক তথ্য পেয়েছেন যা আগে জানতেন না। তাদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে পরিবার পরিকল্পনায় সাহায্য করবে। পরিবার পরিকল্পনা নিয়ে তাঁরা আরও সচেতন হবেন। গোটা অনুষ্ঠানটি পরিচালিত করতে এগিয়ে এসেছে সাহারাই গ্রুপ ও স্থানীয় বৃদ্ধাশ্রমের কর্ণধার ছাবিলা খাতুন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'জনবিস্ফোরণ' ঠেকাতেই হবে! এগিয়ে এলেন ২০০ জন মহিলা! যা হল বীরভূমে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল