Digha: দিন-রাত একনাগাড়ে চলছে...! পৌষ সংক্রান্তির আগে দিঘায় এ কী হল? ছুটে আসছে হাজার হাজার মানুষ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: একদিকে শীতকালীন পর্যটন পর্যটন মরশুম। অন্যদিকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূণ্য স্নানে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের বিশেষ উদ্যোগ দিঘায়।
advertisement
1/8

একদিকে শীতকালীন পর্যটনের মরশুম। অন্যদিকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূণ্য স্নানে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের বিশেষ উদ্যোগ দিঘায়। রাত পোহালেই মকর সংক্রান্তি। হিন্দুদের কাছে এই তিথি অন্যতম পবিত্র ।
advertisement
2/8
এই তিথিতে পূণ্য স্নানে যায় কুম্ভ মেলায় বা গঙ্গাসাগরে। কিন্তু এর পাশাপাশি দেশের বিভিন্ন নদী ও সমুদ্র ঘাট গুলিতে মকর সংক্রান্তির পূণ্য স্নানের জন্য ভিড় করে পূর্ণ্যার্থীরা। দিঘায় এবার পূণ্য স্নানে পুণ্যার্থীদের নিরাপত্তার দিতে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন।
advertisement
3/8
জানুয়ারি মাস মানেই শীতকাল। শীতকালীন পর্যটন মরশুমে এমনিতেই দিঘা সবসময় পর্যটকের ভিড়ে ঠাসা। এর পাশাপাশি প্রতিবছর মকর সংক্রান্তির দিন হাজার হাজার মানুষ দিঘায় আসেন পূণ্য স্নানের জন্য।
advertisement
4/8
বর্তমান সময়ে দিঘায় সমুদ্র স্নানের সময় বেশ কয়েকবার পর্যটকদের ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেকবার পর্যটকের প্রাণহানির ঘটনাও ঘটেছে। সম্প্রতি দিঘায় সমুদ্র স্নানের সময় নজরদারি চালাতে পক্ষ থেকে সিভিল ডিফেন্স ও লুলিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে স্পিডবোট।
advertisement
5/8
রাত পোহালেই মকর সংক্রান্তির পূণ্য স্নান, ইতিমধ্যেই দিঘায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন দিঘায় প্রতিটি স্নানের ঘাট গুলিতে হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় থাকবে বলে মনে করছে প্রশাসন, পূণ্য স্নানের সময় যাতে কোনও ধরনের বিপত্তি না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷
advertisement
6/8
এ বিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক জানান, 'পর্যটন মরশুম চলছে, সংক্রান্তির পূণ্য তিথিতে প্রতিবছরের মতো এবারও দিঘায় পুণ্যার্থীদের ঢল নামবে। ফলে আগাম ব্যবস্থা নয় হয়েছে তাদের নিরাপত্তার বিষয়ে। স্পিডবোডগুলিকে জলে নামানো হয়েছে। প্রতিটি ঘাটে ঘাটে থাকবে সিভিল ডিফেন্স কর্মী ও নুলিয়ারা।। সিভিল ডিফেন্স কর্মীরা স্পিডবোর্ড নিয়ে সমুদ্রে নজরদারি চালাবে।'
advertisement
7/8
প্রশাসন সূত্রে জানা যায় এর পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে দিঘার বিভিন্ন স্নানের ঘাট গুলির পাশাপাশি সৈকত সরণীতে। মকর সংক্রান্তির ভিড়ে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর হয়েছে প্রশাসন।
advertisement
8/8
ইতিমধ্যেই দিঘায় মকর সংক্রান্তির পূণ্য স্নান উপলক্ষে ভিড় করছে মানুষজন। উপচে পড়া ভিড়ে নিরাপত্তা দিতে প্রশাসনের এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছে দিঘায় আসা মানুষজন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিন-রাত একনাগাড়ে চলছে...! পৌষ সংক্রান্তির আগে দিঘায় এ কী হল? ছুটে আসছে হাজার হাজার মানুষ