Puri Tourism: ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার টেনশন নেই, পুরী যাওয়া আরও সহজ, চালু স্পেশ্যাল বাস, জেনে নিন রুট
- Reported by:Tanmoy Nandi
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
লোধাশুলি থেকে ভুবনেশ্বরের পথে নতুন বেসরকারি বাস পরিষেবা। রবিবার থেকে এই পরিষেবা চালু হল। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি জঙ্গলমহল বাসী।
advertisement
1/6

আর পোয়াতে হবে না ঝক্কি এক বাসেই পৌঁছাবেন ভুবনেশ্বর। রবিবার ঝাড়গ্রামের লোধাশুলি থেকে ভুবনেশ্বরের পথে নতুন বেসরকারি বাস পরিষেবা চালু হল। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি জঙ্গলমহলবাসী।
advertisement
2/6
বিশেষত এই রাজ্যের মানুষ চিকিৎসার জন্য ভুবনেশ্বরে যান। এই শহরে পৌঁছান, এবার আরও সহজ ও সুলভ হতে চলেছে। আলাদা করে বেশি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করা ঝামেলা থাকছে না এক পাশেই পৌঁছতে পারবেন তারা।
advertisement
3/6
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাত, প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাত, কুড়মি বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন মাহাত, ঝাড়গ্রাম জেলা বাস অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী নরেন মাহাত সহ অন্যান্য অতিথিরা।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/6
বাসটি লোধাশুলি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গোয়ালমারা, রগড়া, রোহিনী, কুলটিকরী, কেশিয়াড়ি, বেলদা হয়ে সরাসরি ভুবনেশ্বরে পৌঁছাবে। প্রথম দিনেই বাসটি যাত্রীতে ভর্তি হয়ে যায় বলে জানান আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাত। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/6
নতুন এই বেসরকারি বাস চালু হওয়ার ফলে বাংলা ওড়িশা যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছেন ভ্রমণ প্রেমীরা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/6
ঝাড়গ্রাম থেকে বাসটি ছাড়ে বিকাল সাড়ে পাঁচটায় এবং ভুবনেশ্বর থেকে বাসটি ছাড়ে সন্ধ্যা সাড়ে সাতটায়। রুট : ঝাড়গ্ৰাম থেকে বেলদা হয়ে কটক দিয়ে ভুবনেশ্বর (ভায়া – লোধাশুলী, রগড়া, রোহিনী, কুলটিকরি, কেশিয়াড়ি, বেলদা, বালেশ্বর, কটক)। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Puri Tourism: ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার টেনশন নেই, পুরী যাওয়া আরও সহজ, চালু স্পেশ্যাল বাস, জেনে নিন রুট