South Eastern Railway: হাওড়াবাসীর জন্য গুড নিউজ! সাঁকরাইলে নতুন রেল টার্মিনাল গড়ছে দক্ষিণ-পূর্ব রেল, দূর হবে অনেক সমস্যা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
South Eastern Railway: হাওড়া-সাঁতরাগাছিতে চাপ কমাতে বিকল্প হতে চলেছে সাঁকরাইল! দক্ষিণ-পূর্ব রেলের বড় পরিকল্পনা।
advertisement
1/5

যাত্রীচাপে কার্যত নাজেহাল হাওড়া-শালিমার। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে সাঁকরাইলে নয়া রেল টার্মিনাল ও কোচ ডিপোর পরিকল্পনা। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
দক্ষিণ-পূর্ব রেলে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি স্টেশন ব্যবহার করেন। যাত্রী চাপ সামাল দিতে একের পর এক নতুন ট্রেন চালু করলেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে টার্মিনাল স্টেশনগুলির সীমিত ধারণ ক্ষমতা।
advertisement
3/5
হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি, এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনই বর্তমানে জায়গার অভাবে ভুগছে। এই পরিস্থিতিতে বিকল্প পরিকাঠামো গড়ে তুলতে সাঁকরাইলে একটি নতুন রেল টার্মিনাল তথা অত্যাধুনিক কোচ ডিপো তৈরির পরিকল্পনা করেছে দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
4/5
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে প্রায় ১৫ কিলোমিটার এবং সাঁতরাগাছি থেকে ৭ কিলোমিটার দূরে এই কোচ ডিপোটি তৈরি করা হবে। পাশাপাশি জাতীয় সড়ক ১৬-র সঙ্গে সংযোগ অত্যন্ত সহজ। মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার পথ পেরোলেই পৌঁছে যাওয়া যাবে।
advertisement
5/5
বর্তমানে ট্রেন রক্ষণাবেক্ষণ, পার্কিং ও রেক পরিচালনার ক্ষেত্রে যে চাপ রয়েছে, তা অনেকটাই কমবে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব ডিভিশনের ব্যস্ততা নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেবে এই প্রকল্প। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Eastern Railway: হাওড়াবাসীর জন্য গুড নিউজ! সাঁকরাইলে নতুন রেল টার্মিনাল গড়ছে দক্ষিণ-পূর্ব রেল, দূর হবে অনেক সমস্যা