TRENDING:

South Dinajpur News: হাতে তৈরি পাখির বাসা ঝুলিয়ে দিচ্ছেন গাছে, বালুরঘাটের নন্দিতার কাণ্ডে শোরগোল, হচ্ছেটা কী? পড়ুন

Last Updated:
বাসা হারা পাখিদের জন্য হস্তশিল্পী নন্দিতা গুহ রায় নিজে হাতে তৈরি করছেন রকমারি কৃত্রিম পাখির বাসা
advertisement
1/6
হাতে তৈরি পাখির বাসা ঝুলিয়ে দিচ্ছেন গাছে, বালুরঘাটের নন্দিতার কাণ্ডে শোরগোল, হচ্ছেটা কী?
পরিবেশ দিবস উপলক্ষে বালুরঘাটের এক গৃহবধুর অভিনব উদ্যোগ। সমস্ত বাসা হারা পাখিদের জন্য হস্তশিল্পী নন্দিতা গুহ রায় নিজে হাতে তৈরি করছেন রকমারি কৃত্রিম পাখির বাসা। এই বাসা তৈরি হচ্ছে নারকেলের বাকল ও নাইলন সুতো দিয়ে যা দেখতে অবিকল আসল পাখির বাসার মতো।
advertisement
2/6
নন্দিতা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাখির কৃত্রিম বাসাগুলিকে শহরের বিভিন্ন জায়গায়, গাছে-গাছে টাঙিয়ে দিয়েছেন যাতে পাখিরা এসে এই কুঠুরিতে আশ্রয় নিতে পারে।
advertisement
3/6
নন্দিতা গুহ রায় জানান, "আমাদের এই কর্ম কাণ্ডের উদ্দ্যেশ্যই হল, পৃথিবীকে বাঁচাতে হলে বন্যপ্রাণ এবং পাখিদের রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করলে তবেই বাঁচবে এই জীবকুল। তাই পরিবেশ রক্ষার কাজে সকলে মিলে উদ্যোগ গ্রহণ করা উচিৎ।"
advertisement
4/6
পরিবেশ রক্ষার্থে কৃত্রিম পাখির বাসা ছাড়াও রকমারি জিনিস তৈরি করেই নিজের রুজি রোজগার চলে নন্দিতার। তাই নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে তৈরি করে চলেছেন পরিবেশ রক্ষায় একাধিক হস্ত শিল্পের কাজ।
advertisement
5/6
কৃত্রিম পাখির বাসায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দসই নকশাও তৈরি করে দেন তিনি। ক্লে দিয়ে পাখি-সহ লতা-পাতা এঁকে রঙিন ভাবে সাজিয়ে তোলেন তিনি।
advertisement
6/6
নন্দিতার হাতে তৈরি হরেক কিসিমের জিনিসের চাহিদা তুঙ্গে। এলাধিক জেলা থেকে অর্ডার আসছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেছেন তিনি। অনলাইনে কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: হাতে তৈরি পাখির বাসা ঝুলিয়ে দিচ্ছেন গাছে, বালুরঘাটের নন্দিতার কাণ্ডে শোরগোল, হচ্ছেটা কী? পড়ুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল