Weather Update: কাটেনি বৃষ্টির ফাঁড়া! ফের আকাশ ঢাকবে মেঘে, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা?
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বাঁকুড়া পুরুলিয়া ঝাড় গ্রামের আবহাওয়া থাকছে আরামদায়ক, তবে আবারও ফিরে আসছে দ্বৈত কাল মেঘ।
advertisement
1/8

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: অবশেষে বৃষ্টির পরিমাণ কমল দক্ষিণবঙ্গের রাঢ় বাংলায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই দিন জেলায় অনবরত অতি বৃষ্টির কারণে নাজেহাল হয়েছিল জেলাবাসী। অবশেষে শরতের মেঘ দেখা যাচ্ছে এই তিন জেলায়।
advertisement
2/8
বেড়েছে সামান্য গরম, রোদের তেজ ভালই তীব্র। পুজোর আর মাত্র কয়েকটা দিন, জোর কদমে চলছে প্রস্তুতি। কুমোর পাড়া থেকে শুরু করে প্যান্ডেলের প্রস্তুতি, রোদের ছোঁয়া পেয়ে যেন দ্রুতগতিতে ত্বরান্বিত হচ্ছে। এই তিন জেলার আবহাওয়া কেমন থাকবে সপ্তাহ জুড়ে।
advertisement
3/8
প্রথমে আলোকপাত করা যাক বাঁকুড়া জেলার দিকে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার কারণে সূর্যের তেজ থাকবে তীব্র। অনুভূত তাপমাত্রা হবে ৪১° সেলসিয়াসের কাছাকাছি। গোটা দিন জুড়ে দেখা যাবে সূর্যের তীব্রতা।
advertisement
4/8
সোমবার বাতাসের আর্দ্রতার পরিমান ১৭ শতাংশ। সোমবারের পাশাপাশি মঙ্গলবার আবহাওয়া থাকবে একই রকম, বুধ ,বৃহস্পতি, শুক্র ও শনি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার বাঁকুড়া জেলায় দিনের দৈর্ঘ্য থাকবে, ১২ ঘন্টা ২৭ মিনিট। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকার কারণে বায়ুর গুণগত মান যথেষ্ট ধাক্কা খেয়েছে, গ্রহণযোগ্য লেভেলের নিচে AQI দাঁড়িয়েছে ৫৯।
advertisement
5/8
বাঁকুড়ার পাশের পর্যটন জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার আবহাওয়া কমবেশি একই রকম। তবে বাঁকুড়া জেলায় রয়েছে তুলনামূলকভাবে বেশি ভূবৈচিত্র্য। পুরুলিয়া জেলায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/8
অনুভূত তাপমাত্রা ৪১° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২৫ শতাংশ। সোমবার এবং মঙ্গলবার আবহাওয়া থাকবে একই রকম তবে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায়। বাতাসের গুণগত মান গ্রহণযোগ্য স্তরের একটু নিচে ৪৬।
advertisement
7/8
তুলনামূলকভাবে নতুন জেলা ঝাড়গ্রাম। জঙ্গলমহল অধ্যুষিত এই জেলা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার চেয়ে একটু কম তাপমাত্রা সম্পন্ন। সোমবার ঝাড়গ্রাম জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা ৪৩° সেলসিয়াস।
advertisement
8/8
বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে, ২৯ শতাংশ। বুধবার বিকেল বেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোম, মঙ্গল থাকবে আবহাওয়া একই রকম। সোমবার আকাশ থাকছে পরিষ্কার এবং গোটা দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম জেলায় বায়ুর গুণগতমান গ্রহণযোগ্য স্তরের একটু নিচে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: কাটেনি বৃষ্টির ফাঁড়া! ফের আকাশ ঢাকবে মেঘে, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা?