South Bengal Weather Update: শুক্র-শনিতে নতুন খেলা! নভেম্বরেও রেহাই নেই! ফের ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
South Bengal Weather Update: হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৩-৪ দিনে এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে। চলতি সপ্তাহের শুক্রবার থেকেই তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে।
advertisement
1/6

একটু একটু করে হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। চলতি সপ্তাহের শুরু থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। জেলা পুরুলিয়াতেও রয়েছে শীতের আমেজ। প্রতিবছর তীব্রমাত্রায় শীত পড়ে জেলায়। এ বছরও শীতের দাপট থাকবে জেলায় এমনটাই মনে করছে জেলাবাসী।
advertisement
2/6
তবে, এই মুহূর্তেই শীতের দাপট প্রবলভাবে পড়বে না। হালকা ঠান্ডা আমেজ রয়েছে জেলায়। সকালে দিকে জেলার বিভিন্ন প্রান্ত হালকা কুয়াশা দেখা যাচ্ছে। বেলা গড়াতেই রোদের দেখা মিলছে।
advertisement
3/6
তাপমাত্রার পরিবর্তন হতে দেখা যাচ্ছে প্রতিদিনই। এইদিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
4/6
ধীরে ধীরে তাপমাত্রার পারদ পতন হচ্ছে জেলায়। জাঁকিয়ে শীত পড়তে আর যে খুব বেশি দেরি নেই তা বোঝা যাচ্ছে।অবশেষে হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে জোরেকামড় বসাবে শীত। ১৫নভেম্বরের দিক থেকে শীতের আমেজ আসবে দক্ষিণবঙ্গে।
advertisement
5/6
বৃষ্টি একপ্রকার বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শেষ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। ভোর ও রাতের দিকে কুয়াশার দাপটও বাড়বে। চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে, কালিম্পং সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও।
advertisement
6/6
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৩-৪ দিনে এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে। চলতি সপ্তাহের শুক্রবার থেকেই তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আর তিনদিন পরই পারদ নামবে রাজ্যে। জেলা পুরুলিয়াতে তাপমাত্রার পরিবর্তন হবে খুব শীঘ্রই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Weather Update: শুক্র-শনিতে নতুন খেলা! নভেম্বরেও রেহাই নেই! ফের ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ!