South Bengal Summer Heatwave: শুরু সূর্যের দাপট, মার্চের শুরুতেই 'অশনি সংকেত'! এ বছর গরম কোথায় পৌঁছাবে? চমকে ওঠা তথ্য
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে।
advertisement
1/8

বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। রবিবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আবহাওয়া বদলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। (সৈকত শী)
advertisement
2/8
মূলত দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য অঞ্চলের উঁচু জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দিন। এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রবিবার। সোমবার থেকে আবহাওয়া বদল, কমবে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/8
রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হবে। মার্চের শুরু থেকেই গরমের পূর্বাভাস। প্রতিদিনই বাড়ছে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
4/8
কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যের সময় মনোরম আবহাওয়া থাকলেও রোদের তাপে দিনের তাপমাত্রা বাড়ার পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়ছে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় সোমবারও দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলায় তাপমাত্রা বাড়বে।
advertisement
5/8
ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে।
advertisement
6/8
গরমের প্রভাব বিস্তার করছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রা খুব বেশি হেরফের হচ্ছে না। নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত এক সপ্তাহ একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে।
advertisement
7/8
দক্ষিণ বঙ্গের অন্য জেলার মতপূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বাড়ছে তাপমাত্রার পারদ। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই গরমের আভাস জেলা জুড়ে। সকালের দিকে হালকা কুয়াশা তারপর মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রোদের তাপে বাড়ছে দিনের তাপমাত্রা।
advertisement
8/8
এর পাশাপাশি রাতের তাপমাত্রা ও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। ২ মার্চ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই, আগামী কয়েকদিন বাড়বে আরও তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Summer Heatwave: শুরু সূর্যের দাপট, মার্চের শুরুতেই 'অশনি সংকেত'! এ বছর গরম কোথায় পৌঁছাবে? চমকে ওঠা তথ্য