TRENDING:

South Bengal Weather: জ্বালাপোড়া গরমে একটু আরাম, বিকেলে বৃষ্টির পূর্বাভাস, রাতটা কাটতে পারে আরামে

Last Updated:
দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম। অস্বস্তি জেলায় জেলায়। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় রবিবার আবহাওয়া বদলে, সোমবার থেকে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/6
জ্বালাপোড়া গরমে একটু আরাম, বিকেলে বৃষ্টির পূর্বাভাস, রাতটা কাটতে পারে আরামে
এই গনগনে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্তত রবিবার পর্যন্ত এই প্রখর দাবদাহেরহাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। ফলে অস্বস্তি আরও বাড়বে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় সকাল থেকেই প্রখর রোদে বাড়ছে তাপমাত্রা। দুপুরের পর তাপমাত্রার পারদ উঠছে চরমে। (সৈকত শী)
advertisement
2/6
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি আরও বাড়বে।
advertisement
3/6
বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। বাতাসে গরমের আভাস। লু বইছে জেলায় জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত চরম আবহাওয়ার সর্তকতা দিয়েছে হাওয়া অফিস।
advertisement
4/6
পশ্চিমের জেলার পাশাপাশি কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতেও তীব্র দাবদাহ চলছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও হুগলি জেলাতেও তীব্র গরমে নাজেহাল মানুষ। উইকেন্ডে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
5/6
দক্ষিণবঙ্গে যখন তীব্র দাবদহে পুড়ছে, তখনউত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বইবে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে। বিক্ষিপ্তভাবে দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তীব্র দাবদাহে অস্বস্তি দক্ষিণবঙ্গের মত মালদা জেলাতেও। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, রবিবারের পর সোমবার থেকে আবহাওয়া বদলে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/6
উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও চরম দাবদহ চলছে। সকাল থেকে প্রখর রোদে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বাতাসে গরমের প্রভাব থাকায় অস্বস্তি আরও বাড়ছে। ১০ মে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ শতাংশ। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রবিবার পর্যন্ত চরম অস্বস্তি থাকবে জেলায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Weather: জ্বালাপোড়া গরমে একটু আরাম, বিকেলে বৃষ্টির পূর্বাভাস, রাতটা কাটতে পারে আরামে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল