TRENDING:

South Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের খেলা শুরু! দক্ষিণবঙ্গ কাঁপাচ্ছে বৃষ্টি, দিঘায় জলের তলায় মেরিন ড্রাইভ, বন্ধ ট্রেন ! জানুন বাকি জেলার পরিস্থিতি

Last Updated:
বঙ্গোপসাগরে নতুন করে মাথাচাড়া দেখতে শুরু করেছে জোড়া নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বাংলাদেশ মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত রূপান্তরিত হয়েছে নিম্নচাপে। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়।
advertisement
1/6
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের খেলা শুরু! দক্ষিণবঙ্গ কাঁপাচ্ছে বৃষ্টি, দেখুন পরিস্থিতি
বঙ্গোপসাগরে নতুন করে মাথাচাড়া দেখতে শুরু করেছে জোড়া নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বাংলাদেশ মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত রূপান্তরিত হয়েছে নিম্নচাপে। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়।
advertisement
2/6
এই জোড়া নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার জন্য আবহাওয়া দফতর কমলা সর্তকতা, কোনও কোনও জেলার জন্য হলুদ সর্তকতা জারি করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ইতিমধ্যেই জেলায় জেলায় নিম্নচাপের বৃষ্টি খেলা দেখাতে শুরু করেছে।
advertisement
3/6
রাত থেকে একনাগাড়ে বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘায় মেরিন ড্রাইভ সহ একাধিক রাস্তায় জল জমেছে। এছাড়াও এগরা, পটাশপুর, রামনগর জুড়ে মুষলধারে বৃষ্টির দেখা মিলেছে।
advertisement
4/6
টানা বৃষ্টিতে নাচেরাল অবস্থা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মতো উপকূলের বাসিন্দাদের। যেখানে গতকাল রাত থেকেই টানা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলেছে।
advertisement
5/6
সারারাত বৃষ্টির ফলে রেল লাইনে জল জমার ঘটনাও সামনে এসেছে। রেল লাইনে জল জমার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল মঙ্গলবার সকাল থেকে পুরোপুরি বন্ধ। আর এর ফলে নামখানা লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং ও বজবজ সহ বিভিন্ন রুটের যাত্রীরা সমস্যায় পড়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির মোকাবিলায় তারা কাজ চালাচ্ছেন। তবে ঠিক কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
advertisement
6/6
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ মেঘলা। বৃষ্টির মুখোমুখি শহর কলকাতা। দক্ষিণবঙ্গের অন্যান্য বেশ কিছু জেলার ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের খেলা শুরু! দক্ষিণবঙ্গ কাঁপাচ্ছে বৃষ্টি, দিঘায় জলের তলায় মেরিন ড্রাইভ, বন্ধ ট্রেন ! জানুন বাকি জেলার পরিস্থিতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল