South Bengal Weather Alert: নিম্নচাপের তাথৈ নৃত্য, রাস্তা ঘুরে বাংলায় মাথাতেই নিম্নচাপ, প্রবল বৃষ্টি জারি
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
South Bengal Weather Alert: রেকর্ড করবে ঝড়-বৃষ্টি , বহাল থাকছে নিম্নচাপ ,আপাতত ঝড়-বৃষ্টি কমার সম্ভাবনা নেই দক্ষিণে, রইল আবহাওয়ার আপডেট দেখুন কি আপডেট দিল হাওয়া অফিস!
advertisement
1/6

: প্রতিনিয়ত বেড়েই চলেছেন ঝড় বৃষ্টির পরিমাণ। নিম্নচাপে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে গোটা রাজ্যে। দক্ষিণের বেশিরভাগ জেলায় প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। জলমগ্ন হয়ে রয়েছে অনেক জায়গা।
advertisement
2/6
এই মুহূর্তে ঝড় বৃষ্টির কমার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি এমনটাই পূর্বাভাস মিলেছে। দক্ষিণের বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , নদিয়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
advertisement
3/6
মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুরে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
advertisement
4/6
অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরের বেশকিছু জেলা যেমন দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ারে , কোচবিহার , মালদহ , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলির জন্য।
advertisement
5/6
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হতে দেখা যাচ্ছে না। জেলায় , জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা সহ বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যেই আগামী ৩-৪ দিন ঝড় বৃষ্টির পরিমাণ একই রকম থাকবে।
advertisement
6/6
পুরুলিয়া জেলা জুড়ে হচ্ছে বৃষ্টি। জেলার বিভিন্ন জলাশয় গুলি জলে পরিপূর্ণ হয়ে গেছে ঝড় বৃষ্টির কারণে। বহু জায়গায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বুধবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আপাতত ঝড় বৃষ্টি বহাল থাকবে গোটা জেলায়। বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পড়ছে জেলার মানুষদের কপালে। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Weather Alert: নিম্নচাপের তাথৈ নৃত্য, রাস্তা ঘুরে বাংলায় মাথাতেই নিম্নচাপ, প্রবল বৃষ্টি জারি