TRENDING:

South Bengal Heatwave: ঝলসে যাওয়া গরমে ফুটছে দক্ষিণবঙ্গ! জেলার পর জেলায় তাপপ্রবাহ শুরু হতে চলেছে, স্বস্তির বৃষ্টি ফের কবে!

Last Updated:
South Bengal Heatwave: সর্বোচ্চ চলছে তাপপ্রবাহ। বৈশাখ মাসেই নাজেহাল হয়ে উঠছে জেলার মানুষ।‌ পাল্লা দিয়ে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ পার করেছে। এত দগ্ধ গরমে হাঁসফাঁস করছে দক্ষিণের মানুষ।
advertisement
1/7
ঝলসে যাওয়া গরম দক্ষিণবঙ্গে! একাধিক জেলায় লু বইতে শুরু করবে, স্বস্তির বৃষ্টি কবে!
প্রতিনিয়ত বেড়েই চলেছে গরমের দাপট। কোনওভাবেই মিলছে না স্বস্তি। তীব্র গরমের কারণে নাজেহাল দক্ষিণের মানুষেরা। জেলা পুরুলিয়াতেও তাপমাত্রার পারদ ক্রমশ বেড়ে চলেছে।
advertisement
2/7
সর্বোচ্চ চলছে তাপপ্রবাহ। বৈশাখ মাসেই নাজেহাল হয়ে উঠছে জেলার মানুষ।‌ পাল্লা দিয়ে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ পার করেছে। এত দগ্ধ গরমে হাঁসফাঁস করছে দক্ষিণের মানুষ।
advertisement
3/7
আজ, ১৭ এপ্রিল পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
4/7
দক্ষিণের জেলাগুলিতে গরমের দাপটে দুর্বিষহ দশা হয়েছে মানুষের। ‌দক্ষিণবঙ্গের ১০ জেলায় চলবে চরম তাপপ্রবাহ। লু বইছে দক্ষিণের জেলাগুলিতে। এই সময়টাতে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
5/7
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৈশাখের শুরুতেই তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাবে।
advertisement
6/7
অপরদিকে স্বস্তি রয়েছে উত্তরের জেলাগুলিতে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরে। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। বৃষ্টির পাশাপাশি বইবে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
advertisement
7/7
বৈশাখ মাসে যে পরিমাণ তীব্র মাত্রায় গরম শুরু হয়েছে, এতে আগামী দিনগুলো যে দুর্বিষহ হয়ে উঠবে তা ভাল মতোই বোঝা যাচ্ছে। সামান্য স্বস্তির আশায় রয়েছে দক্ষিণের মানুষেরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Heatwave: ঝলসে যাওয়া গরমে ফুটছে দক্ষিণবঙ্গ! জেলার পর জেলায় তাপপ্রবাহ শুরু হতে চলেছে, স্বস্তির বৃষ্টি ফের কবে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল