TRENDING:

Cyclonic Circulation In Bay Of Bengal: বিদায় বেলাতেও বিরক্তি ধরাচ্ছে বৃষ্টি, এর মধ্যে বঙ্গোপসাগরে তোলপাড় করা আবহাওয়া, তৈরি হচ্ছে কোন অশনি

Last Updated:
South bengal Rain Alert: শীত প্রবেশের আগেই ফের বৃষ্টির প্রভাব , ভিজতে পারে এই জেলাগুলি!
advertisement
1/5
বিদায় বেলাতেও বিরক্তি ধরাচ্ছে বৃষ্টি, বঙ্গোপসাগরে তোলপাড় করা আবহাওয়া, তৈরি হচ্ছে অশনি
পুরুলিয়া: উমা বিদায় বেল থেকেই বঙ্গে ধীরে ধীরে ঋতু পরিবর্তনের আভাস মিলেছে। ভোর হতেই হালকা শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। তবে এখনও পাকাপাকি ভাবে বিদায় নেয়নি বর্ষা। আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জেলা পুরুলিয়াতে সকালে দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই প্রখর রোদের তাপে ঘাম ঝড়ছে জেলাবাসীর।
advertisement
2/5
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতিনিয়ত তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
advertisement
3/5
বিদায় বেলায় এসেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। দক্ষিণের জেলায় , জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তাহান্তেও চলবে বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেও শীতের আমেজ থাকবে বলে মনে করছে হাওয়া অফিস।
advertisement
4/5
অন্যদিকে উত্তরবঙ্গের অবস্থা বেহাল। তারই মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। পাহাড়ি অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। তবে আশ্বিনের যাত্রা পথে মেঘ সরিয়ে উত্তরবঙ্গের শোভা বর্ধন করছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
advertisement
5/5
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আবারও বৃষ্টি। তবে সপ্তাহ শুরুতে আকাশ পরিষ্কার থাকবে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের আমেজে খুব শীঘ্রই গা ভাসাতে চলেছে পুরুলিয়া।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclonic Circulation In Bay Of Bengal: বিদায় বেলাতেও বিরক্তি ধরাচ্ছে বৃষ্টি, এর মধ্যে বঙ্গোপসাগরে তোলপাড় করা আবহাওয়া, তৈরি হচ্ছে কোন অশনি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল