নিম্নচাপের ভ্রুকুটির মাঝেই নদীবাঁধে ৭০ ফুট ধস! আতঙ্কে সুন্দরবন, ছবিতে দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
নিম্নচাপের টানা বৃষ্টির জেরে বেহাল দক্ষিণ ২৪ পরগনার একাধিক নদীবাঁধ। কোথাও মাটি আলগা হয়েছে আবার কোথাও ধ্বস নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেগুলি মেরামতের কাজ করা হচ্ছে।
advertisement
1/6

<strong>পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক</strong>: নিম্নচাপের টানা বৃষ্টির জেরে বেহাল দক্ষিণ ২৪ পরগনার একাধিক নদীবাঁধ। কোথাও মাটি আলগা হয়েছে আবার কোথাও ধস নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেগুলি মেরামতের কাজ করা হচ্ছে।
advertisement
2/6
নিম্নচাপের সঙ্গে কৌশিকী অমাবস্যা রয়েছে ফলে নদীতে জল বাড়ার সম্ভাবনা ছিল। ইতিমধ্যেই একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দারা এই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েছেন।
advertisement
3/6
স্থানীয় বাসিন্দারা নদী বাঁধের কাছাকাছি গিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন। পাথরপ্রতিমার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা ঘাটের উত্তরে মৃদঙ্গ ভাঙা নদী বাঁধ প্রায় ৭০ ফুট ধসে গিয়েছে।
advertisement
4/6
এই পরিস্থিতিতে প্রবল বৃষ্টি হলে ও অমাবস্যার কোটালের জেরে নদীর জল বাড়লে গ্রামে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাথরপ্রতিমার অনেক এলাকা এখন জলমগ্ন।
advertisement
5/6
এ নিয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, 'যে নদী বাঁধগুলি বেহাল হয়ে পড়েছে সেগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেচ দফতর ও গ্রাম পঞ্চায়েত বাঁধগুলির উপর নজর রেখেছে।'
advertisement
6/6
অন্যদিকে নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঈশ্বরীপুর এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে। ফলে আতঙ্কিত স্থানীয়রা। সেখানেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নিম্নচাপের ভ্রুকুটির মাঝেই নদীবাঁধে ৭০ ফুট ধস! আতঙ্কে সুন্দরবন, ছবিতে দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি