মাঝ নদীতে ভয়ঙ্কর কাণ্ড! আচমকা আটকে গেল নৌকা, তারপর কী হল? দেখুন ছবিতে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
খেয়া পারাপারের সময়ে আচমকা নদীতে জল নেমে যায়। মাঝনদীতে জেগে ওঠা চরায় আটকে যায় গদখালি থেকে গোসাবাগামী ও উল্টো দিক থেকে আসা একের পর এক ভুটভুটি। যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
advertisement
1/6

ফের মাঝনদীতে চরায় আটকাল ভুটভুটি। সুন্দরবনের বিদ্যাধরী নদীতে গদখালির মধ্যে খেয়া পারাপারের সময়ে আচমকা নদীতে জল নেমে যায়। মাঝনদীতে জেগে ওঠা চরায় আটকে যায় গদখালি থেকে গোসাবাগামী ও উল্টো দিক থেকে আসা একের পর এক ভুটভুটি। যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
advertisement
2/6
তবে সকলেই জলে নেমে ঘাটে এসে ওঠেন। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার কটালে এ রকম ভাবেই সমস্যায় পড়তে হয় নৌকোর যাত্রীদের। মাঝিদের দাবি, কটালে যেমন জোয়ারের জল বাড়ে, তেমনই ভাটার সময়ে জল অনেকটা নেমে যায়।
advertisement
3/6
সে কারণেই বিপদে পড়তে হয়। এই সময়ে জলের স্রোতও বেশি থাকে। ফলে নদীতে নেমে ঘাটে ওঠাও বিপজ্জনক।অমাবস্যা ও পূর্ণিমার কটালে এই দুর্ভোগ হচ্ছে গত কয়েক মাস ধরে।
advertisement
4/6
অনেকেই কথা না শুনে মাঝনদীতে নেমে পড়েন। নদীতে ড্রেজিং করে বালি না সরালে এই সমস্যা মিটবে না। নদীতে না নেমে উপায় কী মাঝিদের দাবি, প্রায় আড়াই ঘণ্টা এ ভাবে বসে থাকতে হবে মাঝনদীতে। জোয়ারে জল বাড়লে তবে পারাপার শুরু হবে।
advertisement
5/6
মহালয়ার সময়ে মাঝনদীতে চরায় ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি যাত্রীবাহী ভুটভুটি। অন্যান্য ভুটভুটির মাঝিদের তৎপরতায় সে বার বড়সড় বিপদ থেকে মুক্তি মেলে।
advertisement
6/6
যদিও এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ তিনি বলেন, এই সমস্যা নদীর চরিত্র বদলের জন্য হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন উন্নয়ন দফতর, সেচ দফতর সকলকে জানানো হয়েছে। কী ভাবে এই সমস্যা মিটবে, তা খতিয়ে দেখা হচ্ছে।