TRENDING:

Sundarban Bird Festival: সুন্দরবনে শুরু হতে চলেছে পাখি উৎসব, অংশগ্রহণে সুযোগ পাবেন ২৪ পাখিপ্রেমী! আবেদন পদ্ধতি জানাল কর্তৃপক্ষ

Last Updated:
South 24 Parganas Sundarban Bird Festival: পাখিদের ছবি তোলার পাশাপাশি কোথায় কী ধরনের পাখি দেখা গেল সে সব বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তাঁরা। প্রতিটি দলে একজন করে পাখি বিশেষজ্ঞ ও বন দফতরের একজন কর্মী থাকছেন। 
advertisement
1/6
সুন্দরবনে শুরু হতে চলেছে পাখি উৎসব, অংশগ্রহণে সুযোগ পাবেন ২৪ পাখিপ্রেমী!জানুন আবেদন পদ্ধতি
সুন্দরবনে আবার শুরু হতে চলেছে পাখি উৎসব। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে এই উৎসব। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। ছয়টি দলে ২৪ জন উৎসবে যোগদান করতে পারবেন। প্রতিটি দলে চার জন করে পাখিপ্রেমী, একজন করে পাখি বিশেষজ্ঞ ও একজন করে বনকর্মী থাকবেন।
advertisement
2/6
সম্প্রতি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওয়েবসাইটে (sunderbantigerreserve. org) ই-মেলে (sunderbanbirdfestival@gmail.com) আবেদনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন পক্ষিপ্রেমীরা। অনলাইনে ফর্ম পূরণ করতে হবে ২১ ডিসেম্বরের মধ্যে।
advertisement
3/6
এই নিয়ে চতুর্থ বর্ষে পড়ল পাখি উৎসব। ২০২৫ সালে তৃতীয় পাখি উৎসবে ১৫৪টি প্রজাতির পাখির দেখা মিলেছিল সুন্দরবনে, যা দ্বিতীয় পাখি উৎসবের তুলনায় অনেকটাই বেশি ছিল। এর মধ্যে ৫১টি পরিযায়ী প্রজাতির পাখির দেখা মিলেছিল। আর ১০৩টি ছিল আবাসিক প্রজাতির পাখি। ৩১৯০০টির বেশি পাখির দেখা মিলেছিল চার দিনের উৎসবে।
advertisement
4/6
যার মধ্যে ইউরেশিয়ান কার্লিউ, ব্রাউন উইংড কিংফিশারের মতো ১২টি বিপন্ন প্রজাতির পাখির দেখাও মিলেছিল বলে রিপোর্টে উল্লেখ করেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। গত বছরের মতো এবারেও মোট ২৪ জন পক্ষীপ্রেমীকে পাখি উৎসবে অংশগ্রহণের সুযোগ দিয়েছে বন দফতর। মোট ছটি দলে ভাগ হয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগের মোট ছটি আলাদা আলাদা রেঞ্জ এলাকায় ঘুরে বেড়ান এই পাখি প্রেমিরা।
advertisement
5/6
পর পর তিন বছরের পাখি উৎসবে ব্যাপক সাফল্য মিলেছে। আগের তুলনায় সুন্দরবন পাখিদের জন্য অনেক নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। সে কারণে প্রতি বছর পাখিদের সংখ্যা বাড়ছে। বাড়ছে পরিযায়ী পাখিদের সংখ্যাও। আশা করছি, এ বার আরও বাড়বে।
advertisement
6/6
পাখিদের ছবি তোলার পাশাপাশি কোথায় কী ধরনের পাখি দেখা গেল সে সব বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তাঁরা। প্রতিটি দলে একজন করে পাখি বিশেষজ্ঞ ও বন দফতরের একজন কর্মী থাকছেন। চারদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাঁরা যে ছবি তুলবেন ও এবং যে তথ্য সংগ্রহ করেছেন সে সব বিচার বিশ্লেষণ করেই এবারের মোট পাখির সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarban Bird Festival: সুন্দরবনে শুরু হতে চলেছে পাখি উৎসব, অংশগ্রহণে সুযোগ পাবেন ২৪ পাখিপ্রেমী! আবেদন পদ্ধতি জানাল কর্তৃপক্ষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল