দল বেঁধে মাছ ধরতে গিয়েছিলেন, বাকিরা ফিরলেও ২ মৎস্যজীবী গঙ্গাসাগর থেকে নিখোঁজ!
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মা কালী নামে ট্রলার থেকে অসাবধানতাবশত পড়ে যায় ওই দুই মৎস্যজীবী। এই ঘটনার খবর মৎস্যজীবীদের বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে।
advertisement
1/6

<strong>গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ২ মৎস্যজীবী। ওই দুই মৎস্যজীবীর নাম দেবেন জানা (৪৫) ও সীতারাম মন্ডল ওরফে লালটু (৪০)। দুজনেরই বাড়ি গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপু্র এলাকায়।
advertisement
2/6
সূত্রের খবর, গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাটে মাছ ধরার পর ৭ মৎস্যজীবীর দল ফিরে এসেছিল। এরপর মাছ নামিয়ে আবারও তারা মাছ ধরার উদ্দেশে বের হন। আর তারপরেই ঘটে এই ঘটনা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
3/6
মা কালী নামে ট্রলার থেকে অসাবধানতাবশত পড়ে যায় ওই দুই মৎস্যজীবী। ওই মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি চলছে। এই ঘটনার খবর মৎস্যজীবীদের বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
4/6
এদিকে ঘটনার খবর পাওয়ার পর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ কর্মী ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স কর্মীরা তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি এখনও জারি রয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
5/6
মৎসজীবীরাও নিজেদের মতো করে ওই নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজার কাজ শুরু করেছেন। মায়া গোয়ালিনী ঘাট থেকে ছেড়ে যাওয়ার ২৫ মিনিটের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৎস্যজীবীরাও শোকাহত। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
6/6
বর্তমানে মায়া গোয়ালিনী ঘাটের কাছে পৌঁছেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও জিবিডিএ-র ভাই চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। তাঁর উপস্থিতিতে তল্লাশি চলছে। এই মুহূর্তে সকলেই উৎকন্ঠার মধ্যে সময় অতিবাহিত করছেন। (তথ্য ও ছবি: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দল বেঁধে মাছ ধরতে গিয়েছিলেন, বাকিরা ফিরলেও ২ মৎস্যজীবী গঙ্গাসাগর থেকে নিখোঁজ!