Tiger Footprint: ধানক্ষেতের পাশে বিশাল বিশাল পায়ের ছাপ, সতর্ক করে দিল বন দফতর! বাঘের আতঙ্কে কাঁপছে পাথরপ্রতিমা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas Tiger Footprint: পাথরপ্রতিমার কে-প্লটে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক। মনি নদীর সংলগ্ন ধানক্ষেতের পাশে বাঘের পায়ের ছাপ।
advertisement
1/5

পাথরপ্রতিমার কে-প্লটে বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের মনি নদীর সংলগ্ন কে- প্লটে ঠাকুরান জঙ্গল সংলগ্ন কে প্লটের ধানক্ষেতের পাশে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
স্থানীয় বাসিন্দারা জমিতে কাজ করতে গিয়ে ওই পায়ের ছাপ প্রথমে দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
advertisement
3/5
বাঘের পায়ের ছাপ দেখতে স্থানীয়দের ভিড় জমতে থাকে ঘটনাস্থলে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ও কুয়েমুড়ি বনদফতরে। খবর পেয়ে কুয়েমুড়ি বনদফতরের নলগড়া বিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়।
advertisement
4/5
তারা ধানক্ষেত ঘুরে দেখেন ও বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, এটি বাঘেরই পায়ের ছাপ। নিকটবর্তী ঠাকুরান জঙ্গল থেকে বের হয়ে মনি নদী পার হয়ে বাঘ কে- প্লট এলাকায় ঢুকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
তবে বাঘটি এখনও এলাকায় রয়েছে কি না, তা নিশ্চিত নয়। বনদফতরের কর্মীরা এই নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেই সঙ্গে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। শীতের শুরুতেই বাঘের আতঙ্কে আতঙ্কিত স্থানীয়রা। ছাপটি পরীক্ষা করা হচ্ছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tiger Footprint: ধানক্ষেতের পাশে বিশাল বিশাল পায়ের ছাপ, সতর্ক করে দিল বন দফতর! বাঘের আতঙ্কে কাঁপছে পাথরপ্রতিমা