TRENDING:

Sundarban Tour: ঘুম ভাঙবে পাখির ডাকে, দেখা মিলতে পারে দক্ষিণরায়ের! সুন্দরী-গরানে ঘেরা কোর জঙ্গল, ঘুরে আসুন কলস দ্বীপ থেকে

Last Updated:
Sundarban Tour: সুন্দরী, হেতাল, গরান গাছে ঘেরা জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার দর্শন পেতে গন্তব্য হোক কলস দ্বীপ।
advertisement
1/6
ঘুম ভাঙবে পাখির ডাকে, দেখা মিলতে পারে দক্ষিণরায়ের! সুন্দরবনের কোর জঙ্গল দেখে আসুন
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। আর এই সুন্দরবনের জীববৈচিত্র্য উপভোগ করতে বছরজুড়েই পর্যটকদের আসা-যাওয়া থাকে। তবে, শীতের মরশুমে পর্যটকদের অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন হয়ে ওঠে সুন্দরবন। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
আমরা এখানে বলছি একটি দ্বীপের কথা। সুন্দরী, হেতাল, গরান, কেওড়া, গর্জন, বাইন আরও কত নাম না-জানা গাছে ঘেরা জঙ্গল তার মধ্যে অন্যতম ভাগ্যে থাকলে রয়েল বেঙ্গল টাইগার দর্শন পাওয়ার। আর এই রোমাঞ্চ যাদের পছন্দ তারা বেছে নিতে পারেন কলস দ্বীপকে।
advertisement
3/6
সুন্দরবনে ছোটো বড়ো মিলিয়ে প্রায় ১০২টি দ্বীপ রয়েছে । তার মধ্যে একটা এই কলস দ্বীপ বৃহত্তম ব-দ্বীপ ও বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য । সুন্দরবন ও তার প্রকৃতির অপূর্ব এক মেল বন্ধন হচ্ছে কলস দ্বীপ।
advertisement
4/6
কোর জঙ্গলের মধ্যে পড়ে দ্বীপটি, তাই একই সঙ্গে ভযংকর এবং আকষর্ণীয়। চারপাশে নিঝুম জঙ্গল। পাখির শব্দে ভোর হয়। খাঁড়ির পাশের কাদামাটিতে দেখতে পারেন দক্ষিণরায়ের টাটকা পায়ে ছাপ। বোটে চেপে নদীর খাড়ির মধ্যে দিয়ে জঙ্গল ঘুরতে ঘুরতে, ছোটো সমুদ্রতটেও যেতে পারেন।
advertisement
5/6
আর কোথাও না গেলেও কটেজে বসেই কাটিয়ে দিতে পারেন দুটো দিন। আর এই দ্বীপে যেতে গেলে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখা টেনে উঠে ক্যানিং লোকালে উঠে আপনাকে ক্যানিং স্টেশন। ওখান থেকে যে কোনও গাড়ি করে ঝড়খালি আর ঝড়খালি থেকে লঞ্চ বা নৌকায় পৌঁছনো যায় কলসদ্বীপে।
advertisement
6/6
আর কোথায় থাকবেন! বনবিভাগের ক্যাম্প-এ থাকতে পারেন। বুকিংয়ে জন্য যোগাযোগ করতে হবে দক্ষিণ ২৪ পরগণা বনবিভাগের সঙ্গে সুন্দরবনের সবুজ রহস্য আর দ্বীপের মধ্যে থাকার রোমাঞ্চ যদি অনুভব করতে চান, আর এই শীতেই ঘুরে আসতে পারে কলস দ্বীপে। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarban Tour: ঘুম ভাঙবে পাখির ডাকে, দেখা মিলতে পারে দক্ষিণরায়ের! সুন্দরী-গরানে ঘেরা কোর জঙ্গল, ঘুরে আসুন কলস দ্বীপ থেকে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল