TRENDING:

South 24 Parganas News: কাজ করেও মেলেনি ন্যায্য টাকা, মিলছে না বৈধ পাস, গুরুতর অভিযোগ সুন্দরবনে! দাবি আদায়ে অভিনব আন্দোলন মৎস্যজীবীদের

Last Updated:
South 24 Parganas News: জঙ্গলে মৎস্যজীবীদের উপরে অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। ২৫০ টাকা নিয়ে তালের ডোঙ্গার বৈধ পাস না দিয়ে তাদের অনুমতি দেওয়া হয় অলিখিতভাবে।
advertisement
1/6
কাজ করেও মেলেনি ন্যায্য টাকা, মিলছে না বৈধ পাস, গুরুতর অভিযোগ সুন্দরবনে!
মৎস্যজীবীদের অধিকার ও নিরাপত্তার দাবিতে ধর্নায় বসলেন মৈপীঠের গুড়গুড়িয়া ডোঙা মৎস্যজীবীদের সংগঠনের সদস্যেরা। অভিযোগ, তালগাছের ডোঙা নিয়ে সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীদের উপর বন দফতর নিষেধাজ্ঞা থাকার কারণে।
advertisement
2/6
জীবন জীবিকার তাগিদে সুন্দরবন লাগোয়া ব্লকগুলোই মৎস্যজীবীরা জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে। এই মুহূর্তে তাদের উপরে নেমে এসেছে ঘোর অন্ধকার। আর তারই প্রতিবাদে নদী বক্ষে শতাধিক তালের ডোঙ্গা নিয়ে কুলতলী বিট অফিসে অবরোধ করেছিল মৎস্যজীবীরা।
advertisement
3/6
অবৈধভাবে টাকা তোলা হচ্ছে বলেও অভিযোগ। গত ২১ নভেম্বর কুলতলির চিতুড়ি বিট অফিসে ধর্না দিতে গেলে মঞ্চ ভেঙে তাঁদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্মারকলিপিও নেওয়া হয়নি। পরে বিট অফিসের অদূরে গ্রামেই ধর্নায় বসেছেন মৎস্যজীবীরা। রোজ কয়েক ঘণ্টা করে ধর্না দিচ্ছেন বহু মহিলা পুরুষ।
advertisement
4/6
যদিও সেখানেও পুলিশ নানা ভাবে হেনস্থা করছে বলে দাবি। এই পরিস্থিতিতে একাধিক দাবি সামনে রেখে ‘নীরব অবস্থান বিক্ষোভ’ চালিয়ে যাচ্ছেন মৎস্যজীবীরা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক মিলন দাস বলেন, “বংশ পরম্পরায় এরা ডোঙা নিয়ে মাছ ধরে আসছেন। কিন্তু বন দফতর নানা ভাবে দমন পীড়ন চালাচ্ছে।"
advertisement
5/6
মৎস্যজীবীদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে নুন আনতে পান্তা ফুরানো পরিবারের বাঁচার তাগিদে মাকড়ী নদী ও তার সংলগ্ন চিতুড়ী জঙ্গলে তাদের জলযান আটক এবং তাদের উপরে টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ। এমনকি তাদের আরও দাবি তাদেরকে দিয়ে ম্যানগ্রোভ চারা রোপন করা ও জঙ্গলের পরিবেশ সৌন্দর্যায়ন করতে এই সমস্ত মৎস্যজীবীদের খাটিয়ে ন্যায্য মজুরিও দেওয়া হয়নি।
advertisement
6/6
তাদের দাবি জঙ্গলে মৎস্যজীবীদের উপরে অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। ২৫০ টাকা নিয়ে তালের ডোঙ্গার বৈধ পাস না দিয়ে তাদের অনুমতি দেওয়া হয় অলিখিতভাবে। তাদের আরও দাবি, মৎস্যজীবীদের নির্ভয়ে মাছ ধরার অধিকার দিতে হবে। বন দফতর জানিয়েছে, মৎস্যজীবীদের অভিযোগ খতিয়ে দেখা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কাজ করেও মেলেনি ন্যায্য টাকা, মিলছে না বৈধ পাস, গুরুতর অভিযোগ সুন্দরবনে! দাবি আদায়ে অভিনব আন্দোলন মৎস্যজীবীদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল