South 24 Parganas News: সুন্দরবনে পর্যটকদের জন্য কড়া নির্দেশিকা! বর্ষবরণের আবহে মদ্যপান নিয়ে কড়াকড়ি পুলিশের, সমস্যায় পড়ার আগেই সবটা জানুন
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: সুন্দরবন মানে জলে কুমির, ডাঙায় বাঘ। এই দুইয়ের টানে ও সুন্দরবনের ম্যানগ্রোভ ঘেরা জঙ্গল উপভোগ করতে বছরের প্রথম দিনই জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন।
advertisement
1/6

বছরের প্রথম দিন সুন্দরবনের পিকনিকের ভরপুর আমেজ। হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই উৎসবের মুডে পর্যটকরা। বছরের প্রথম দিনেই সুন্দরবনে দেখা গিয়েছে এই দৃশ্য। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
2/6
সুন্দরবন মানে জলে কুমির, ডাঙায় বাঘ। এই দুইয়ের টানে ও সুন্দরবনের ম্যানগ্রোভ ঘেরা জঙ্গল উপভোগ করতে বছরের প্রথম দিনই জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন।
advertisement
3/6
তবে পর্যটকরা উৎসবের মুডে থাকলেও প্রশাসনের কড়া নির্দেশিকা রয়েছে। মদ্যপান নিয়ে কড়া অবস্থান পুলিশের, দিনভর নজরদারি চলেছে, বোটগুলিতেও সর্বক্ষণ চেকিং হয়েছে। মদ্যপ অবস্থায় পর্যটকদের নদী, সমুদ্রে নামা রুখতে কড়া অবস্থান নিয়েছে পুলিশ।
advertisement
4/6
বর্ষবরণের সকাল থেকেই কুলতলির কৈখালিতে পর্যটকদের ভিড়। মাতলা নদীর ধারে পিকনিক মুড়ে মেতে আট থেকে আশি। নদীর পাড়ে কাগজ, শতরঞ্চি বিছিয়ে চলছে দেদার মজা। সেলফির প্রতিযোগিতাও হয়েছে। কেউ কেউ আবার রান্নার কাজে ব্যস্ত। যদিও ঠান্ডা একটু বেশি থাকায় পর্যটকদের গায়ে সোয়েটার কিন্তু রয়েছেই।
advertisement
5/6
অনেকে বোট ভাড়া নিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়েছেন। তবে জেটি ঘাটে কুলতলি থানার পুলিশের সবসময় নজরদারি ছিল। মদ্যপ অবস্থায় যাতে কোনও পর্যটক বোটে না উঠতে পারেন, সেই জন্য বোট মালিকদের ডেকে সতর্ক করেছে পুলিশ, মাইকিংও চলেছে।
advertisement
6/6
সব মিলিয়ে, ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকেই টহলদারি চালিয়েছেন। স্নানের সময় বাঁশি বাজিয়ে পর্যটকদের সতর্ক করতেও দেখা গিয়েছে তাঁদের। এভাবেই বছরের প্রথম দিন পর্যটকরা সুন্দরবন উপভোগ করছেন। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনে পর্যটকদের জন্য কড়া নির্দেশিকা! বর্ষবরণের আবহে মদ্যপান নিয়ে কড়াকড়ি পুলিশের, সমস্যায় পড়ার আগেই সবটা জানুন