তবে কি গিলে খেল 'কালনাগিনী'! কাকদ্বীপের নদীতে ডুবে যাওয়া ব্যক্তির খোঁজে জলে নামল এনডিআরএফ বাহিনী
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
নদীতে ডুবে যাওয়া ওই ব্যক্তির নাম প্রদীপ চক্রবর্তী (৩৫)। কাকদ্বীপের ৮ নম্বর কালীনগরের বাসিন্দা তিনি।
advertisement
1/6

<strong>কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> কাকদ্বীপে কালনাগিনী নদীতে ডুবে যাওয়া এক ব্যক্তির খোঁজে নদীতে নামল এনডিআরএফ (NDRF) বাহিনী। নদীতে ডুবে যাওয়া ওই ব্যক্তির নাম প্রদীপ চক্রবর্তী (৩৫)। কাকদ্বীপের ৮ নম্বর কালীনগরে ওই ব্যক্তির বাড়ি।
advertisement
2/6
সূত্রের খবর ওই ব্যক্তি কিছু খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এক নৌকা থেকে আর এক নৌকায় দিচ্ছিলেন। সেই সময়েই তিনি নদীতে পড়ে যান। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
3/6
এই ঘটনার পর স্থানীয়রা এসে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন। স্থানীয়দের দূর থেকেই উদ্ধারকাজের দৃশ্য দেখতে দেওয়া হচ্ছে। উদ্ধারকারীদল নদীবক্ষে তল্লাশি চালাচ্ছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
4/6
নদী উত্তাল থাকায় খবর দেওয়া হয় এনডিআরএফ টিমকে। তারা এসে তল্লাশি শুরু করেছে। এনডিআরএফ-এর ইনস্পেপটর বিনয়ের নেতৃত্বে নদীতে জোরদার তল্লাশি চলছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
5/6
ঘটনার খবর পাওয়ার পর কাকদ্বীপ থানার পক্ষ থেকেও উদ্ধারের জন্য সমস্ত রকম সহযোগিতা করা হয়। পুলিশের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। ওই ব্যক্তির জীবিত অবস্থায় উদ্ধার হওয়ার প্রার্থনা করছে তাঁর পরিবার। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
6/6
ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের নিমতলা ঘাটের কাছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। তবে প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যক্তির খোঁজে সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
তবে কি গিলে খেল 'কালনাগিনী'! কাকদ্বীপের নদীতে ডুবে যাওয়া ব্যক্তির খোঁজে জলে নামল এনডিআরএফ বাহিনী