Launch Service: স্বাস্থ্য পরীক্ষার জের, তিন রুটের ভরসা একটি লঞ্চ! ভরা মরশুমে নুরপুর জলপথে নাজেহাল যাত্রী থেকে পর্যটকরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas Launch Service: লঞ্চ সার্ভে থাকার কারণে অসুবিধা নুরপুর জলপথে। পরপর দু'দিন একটি লঞ্চ দিয়েই পরিষেবা। দিশেহারা যাত্রী ও পর্যটকরা।
advertisement
1/6

লঞ্চ স্বাস্থ্য পরীক্ষা থাকার কারণে অসুবিধা নুরপুর জলপথে। পরপর দু'দিন একটি লঞ্চ দিয়েই গাদিয়াড়া-গেঁওখালি এবং গাদিয়াড়া-নুরপুর রুটে পরিষেবা দিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। ফলে দিশাহারা অবস্থা যাত্রী ও পর্যটকদের। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
হুগলি নদী ও রূপনারায়ণের সঙ্গমস্থলে তিন জেলার তিন প্রান্তে রয়েছে তিনটি পর্যটন কেন্দ্র। হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি এবং গাদিয়াড়া থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর রুটে প্রতিদিন যথাক্রমে ১৪টি ও ১৩টি ট্রিপ করে সমবায়ের লঞ্চ।
advertisement
3/6
তার বদলে পরপর দু’দিন মাত্র একটি লঞ্চ দিয়ে পরিষেবা জারি রাখায় নাকাল হয়েছেন তিন পাড়ের মানুষ। নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে।
advertisement
4/6
শীত চলে আসায় পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। তার উপর রয়েছে সাধারণ যাত্রীদের চাপ। এই দু'দিন লঞ্চ অনিয়মিত চলাচল করায় সমস্যার মধ্যে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা।
advertisement
5/6
যে লঞ্চ যাত্রী নিয়ে গাদিয়াড়া থেকে গেঁওখালি গিয়েছে, সেটি ফিরে আসার পর ওই লঞ্চকেই পাঠানো হয়েছে নুরপুরে। আবার নুরপুর থেকে ফিরে গিয়েছে গেঁওখালি।
advertisement
6/6
এভাবে পরিষেবা দেওয়ায় লঞ্চঘাটগুলিতে সকাল থেকেই উপচে পড়েছে ভিড়। একবার লঞ্চ মিস করলেই বসে থাকতে হয়েছে দু'-আড়াই ঘণ্টা। ফলে কাজকর্ম শিকেয় উঠেছে তাঁদের। দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Launch Service: স্বাস্থ্য পরীক্ষার জের, তিন রুটের ভরসা একটি লঞ্চ! ভরা মরশুমে নুরপুর জলপথে নাজেহাল যাত্রী থেকে পর্যটকরা