South 24 Parganas News: বিশ্বমানের গঙ্গাসাগর সেতু টেক্কা দেবে বিশ্বের বড় ব্রিজগুলিকে, কেমন হবে সেতুটি ? পড়ুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু
advertisement
1/6

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নির্মাণকাজ ও শৈল্পিক দিক থেকে গঙ্গাসাগর সেতু টেক্কা দেবে বিশ্বের বড় ব্রিজগুলিকে। যদিও এই সেতু নির্মাণ করতে একাধিক জটিলতা পার করতে হবে। তবে সমস্ত জটিলতা পার করে এই ব্রিজ তৈরি হলে, তা বিশ্বের বড় ব্রিজগুলির সঙ্গে টেক্কা দেবে
advertisement
2/6
এই সেতুর শিলান্যাস উপলক্ষ্যে ইতিমধ্যেই গঙ্গাসাগর সেজে উঠেছে। এই সেতু সৃষ্টি করবে এক নতুন ইতিহাস। সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/6
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি করা হবে যা এক্সট্রা ডোজ কেবল স্টেইড ব্রিজ (Extradosed Cable-Stayed Bridge) হিসাবে তৈরি হবে। তবে ব্রিজ তৈরির ব্যাপারটি অতটাও সোজা নয়।
advertisement
4/6
জানা গিয়েছে, উপকূলীয় এই এলাকায় মাঝে মধ্যেই ভূ-কম্পন অনুভূত হয়। কম্পনে সেতুটির যাতে কোনও ক্ষতি না হয়, সেই বিষয়ে পরীক্ষা চালিয়েছেন আইআইটি গুয়াহাটির বিশেষজ্ঞরা।
advertisement
5/6
আইআইটি কানপুর কাজ করেছে উইন্ড টানেল টেস্ট। প্রবল ঘুর্নিঝড়ে সেতুর যাতে কোনোও ক্ষতি না হয় সেই দিকটি দেখা হচ্ছে। জলের স্রোতের সঙ্গে মাটি যাতে না সরে সেই দিকটি দেখা হচ্ছে।
advertisement
6/6
এই এলাকাটি আন্তর্জাতিক জলপথের মধ্যে পড়ে। ফলে সেতুর পিলারে যাতে জাহাজ চলাচলে সমস্যা না হয়, সেইদিকটিও দেখা হচ্ছে। মাটির ৯০ মিটার গভীরতা পর্যন্ত জিও ফিজিক্যাল টেস্ট হয়েছে। ফলে সেতু নিয়ে বিশাল চ্যালেঞ্জ পার করতে হবে প্রকোশলীদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বিশ্বমানের গঙ্গাসাগর সেতু টেক্কা দেবে বিশ্বের বড় ব্রিজগুলিকে, কেমন হবে সেতুটি ? পড়ুন