South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে একটি 'বসু বিজ্ঞান মন্দির'! বছরে এক দিন মেলে ঘুরে দেখার অনুমতি
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
South 24 Parganas News: আপনি যদি জলপথে গঙ্গাবক্ষে ভ্রমণ করেন তাহলে দূর থেকে এই বাড়িটি দেখতে পারবেন। একেবারে নদীর তীরেই রয়েছে এই বাড়িটি। বাড়ির ভিতরে রয়েছে মিষ্টি জলের পুকুর।
advertisement
1/6

৩০ নভেম্বর স্যার আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন। তাঁর নামের সঙ্গে সম্পর্কিত 'বসু বিজ্ঞান মন্দির'। কিন্তু যদি বলা হয় দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে একটি বসু বিজ্ঞান মন্দির, তাহলে কি অবাক হবেন আপনি?
advertisement
2/6
অবাক হলেও এটাই সত্যি ফলতা থানার অদূরে রয়েছে এই বসু বিজ্ঞান মন্দির। এখানে তিনি জীবনের একটি সময় কাটিয়েছেন। ফলতার এই বাড়িতে তিনি অনেক গবেষণামূলক কাজ করেছিলেন। আজও তাঁর স্মৃতিতে জন্মদিনে সকলের জন্য খুলে দেওয়া হয় মূল ফটক।
advertisement
3/6
বর্তমানে ফলতাতে গেলে রাস্তার পাশ থেকেই দেখা যায় বোস ইন্সটিটিউটকে। তবে এখানে প্রবেশের জন্য অনুমতি লাগে। তবেই প্রবেশ করতে পারবেন এখানে। তবে ৩০ শেষ নভেম্বর কোনও বাধা থাকেনা।
advertisement
4/6
ডায়মন্ড হারবার বা আমতলা থেকে যে বাসগুলি ফলতায় যায় সেই বাসে চেপে আপনি পৌঁছে যেতে পারবেন এখানে। অপূর্ব সুন্দর একটি যায়গা এটি। বসু বিজ্ঞান মন্দিরের আশেপাশের পরিবেশ খুবই সুন্দর।
advertisement
5/6
আপনি যদি জলপথে গঙ্গাবক্ষে ভ্রমণ করেন তাহলে দূর থেকে এই বাড়িটি দেখতে পারবেন। একেবারে নদীর তীরেই রয়েছে এই বাড়িটি। বাড়ির ভিতরে রয়েছে মিষ্টি জলের পুকুর।
advertisement
6/6
বসু বিজ্ঞান মন্দিরের ভিতরে রয়েছে অনেক ফুলের গাছ। তবে এখানে প্রবেশের জন্য অনুমতি লাগবে। অবাধ প্রবেশ একেবারেই নেই। এই বাড়ির ভিতরে রয়েছে সুন্দর একটি বাগান।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে একটি 'বসু বিজ্ঞান মন্দির'! বছরে এক দিন মেলে ঘুরে দেখার অনুমতি