মিড ডে মিলে পাতে পড়ল গরমাগরম বিরিয়ানি...! ডাল-সয়াবিনের স্বাদ বদল, সাগরে এবার দারুণ সারপ্রাইজ ছাত্র-ছাত্রীদের
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: স্বাদ বদলাতে এবার সাগরে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল বিরিয়ানি। মিড-ডে মিলের রান্নার এক ঘেয়ে স্বাদ পরিবর্তন করে মেনুতে বিরিয়ানি দেওয়ায় খুশি খুদে ছাত্র-ছাত্রীরা।
advertisement
1/6

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা: নবাব মল্লিক: স্বাদ বদলাতে এবার সাগরে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল বিরিয়ানি। মিড-ডে মিলের রান্নার এক ঘেয়ে স্বাদ পরিবর্তন করে মেনুতে বিরিয়ানি দেওয়ায় খুশি খুদে ছাত্র-ছাত্রীরা।
advertisement
2/6
বিরিয়ানি দেওয়ার এই কাজ করা হয়েছে সাগরের কৃষ্ণনগর গান্ধী সেবাসদন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলটি সাগর উত্তর চক্রের মধ্যে পড়ে। এই স্কুলে আগেও থছাত্র-ছাত্রীদের সুবিধার্থে একাধিক কাজ করা হয়েছে।
advertisement
3/6
স্কুলটিতে ছাত্র ছাত্রীর সংখ্যা ২০০। শিক্ষক-শিক্ষিকা রয়েছে ৯ জন। স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার মন্ডলের উদ্যোগে এই কাজ করা হয়েছে। পাতে বিরিয়ানি দেওয়ায় খুশি অভিভাবকরাও।
advertisement
4/6
এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার মন্ডল জানিয়েছেন, প্রতি মাসের শেষের দিকে সেই মাসে জন্মানো স্কুল ছাত্র-ছাত্রীদের জন্ম দিবস পালন করা হয়। সেই দিনটিতে বিশেষ আয়োজন করা হয়ে থাকে।
advertisement
5/6
জন্মদিন পালনের উদ্যেশ্যে প্রতিমাসে একবার চিকেন অথবা মাছ দেওয়া হয়। তবে এবার নতুনত্ব আনতে দেওয়া হয়েছে বিরিয়ানি। যা সাড়া ফেলেছে সকলের মধ্যে।
advertisement
6/6
সাগরের প্রত্যন্ত এলাকার স্কুলেও এমন কাজ করতে পারবেন তা জেনে খুশি সকলেই। পরবর্তী সময়ে এই স্কুলে আরও ভাল মেনুর আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মিড ডে মিলে পাতে পড়ল গরমাগরম বিরিয়ানি...! ডাল-সয়াবিনের স্বাদ বদল, সাগরে এবার দারুণ সারপ্রাইজ ছাত্র-ছাত্রীদের