TRENDING:

Circus: বারুইপুরে হাজির মস্ত কিংকং! সার্কাসে গোরিলার সঙ্গে সেলফি তোলার সে কী হিড়িক, রয়েছে রাশিয়ান দম্পতির চমক

Last Updated:
Baruipur Circus: বারুইপুর রাসমাঠে চলছে সার্কাস। বিকেল হতেই কচিকাঁচাদের নিয়ে ভিড় করছেন বাবা-মায়েরা। এবার সার্কাসে খেলা দেখাচ্ছে কিংকং। খেলা দেখাতে এসেছেন রাশিয়ান শিল্পীরাও। ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে সার্কাস।
advertisement
1/6
চমকে ঠাসা এবারের বারুইপুর সার্কাস! রাশিয়ান দম্পতির খেলা, হিন্দি গানে গোরিলার নাচ
কথায় বলে, কিংকং নাকি পশুদের রাজা। কিংকং মানে সব ধরনের আশ্চর্য সব ঘটনা। ১৯৩৩ সাল থেকে এই গ্রহে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখিয়ে চলেছে তারা। চেহারা এত বড় যে হাতের মুঠোয় ভরে ফেলতে পারে আস্ত একটা মানুষ। এবার সেই কিংকং এসেছে বারুইপুরে। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
2/6
সার্কাসে খেলা দেখাচ্ছে। জানাও গিয়েছে, এই কিংকং নাকি বাঙালি। তাঁর নাম, বীরেশ্বর মাহাতো। পুরুলিয়ার ছেলে। ভুল বোঝার আগে বলে ফেলা ভাল, কিংকং আসলে কাল্পনিক জন্তু। একটি বিশালাকার গোরিলা। ৯০ বছর আগে মেরিয়ান কুপার নামে এক চলচ্চিত্র পরিচালক কিংকং চরিত্রটি তৈরি করে সিনেমা বানিয়েছিলেন। সেটি চূড়ান্ত হিট হয়।
advertisement
3/6
এরপর কিংকং নিয়ে বহু সিনেমা হয়েছে। এখনও হয়ে চলেছে। এবার সার্কাসেও কিংকং সেজে ঢুকে পড়লেন বীরেশ্বর। বারুইপুরের রাসমাঠে চলছে রাজধানী সার্কাস। সেখানে আসর মাতাচ্ছে কিংকং। আট থেকে আশির ভিড় সার্কাস তাঁবুতে। খেলা শেষে কিংকংয়ের সঙ্গে একটি সেলফি তুলতে প্রবল উৎসাহ ছোটদের। বড়রাও কম উৎসাহী নন।
advertisement
4/6
সার্কাসের বাড়তি আকর্ষণ এক রাশিয়ান দম্পতির জিমন্যাস্টিক। আছে মণিপুরের ছেলে-মেয়েদের আকর্ষণীয় কিছু খেলা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিংকং। এছাড়া কয়েকদিনের মধ্যে আরও আকর্ষণীয় খেলা আসছে সার্কাসে। আফ্রিকার খেলোয়াররা আসছেন। ভিড় আরও উপচে পড়বে।
advertisement
5/6
পুরুলিয়ার ছেলে বীরেশ্বর মাহাতো। সার্কাসে কালো লোমওয়ালা পোশাক পরেছেন। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত শো। রীতিমতো আসর মাতাচ্ছেন তিনি। জোকাররা তাঁকে খুব ভয় পান। যখন তখন তাঁদের দিকে তেড়ে যাচ্ছেন। কখনও হিন্দি গানের তালে নাচছেন। কখনও দর্শকদের দিকে এগিয়ে অঙ্গভঙ্গি করে আমোদ দিচ্ছেন।
advertisement
6/6
দু'বছর ধরে সার্কাসে কাজ করছেন বীরেশ্বর। তাঁর বাবা কৃষক। কিংকং স্পষ্ট বাংলায় জানালেন, 'সার্কাসে আসার আগে গাড়ি চালাতাম। কিন্তু সংসার চলত না। তাই বাড়তি রোজগারের আশায় সার্কাসে যোগ দিয়েছিলাম। এখন আমার মোটামুটি চলে যাচ্ছে। ছুটি নিয়ে বাড়ি যাই। পরিবারের সঙ্গে দেখা হয়। দর্শকরা হাততালি দিলে বা সেলফি তুলতে এলে খেলা দেখানো সার্থক হয়।' (ছবি ও তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Circus: বারুইপুরে হাজির মস্ত কিংকং! সার্কাসে গোরিলার সঙ্গে সেলফি তোলার সে কী হিড়িক, রয়েছে রাশিয়ান দম্পতির চমক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল