Kartik Pujo 2025: প্যান্ডেলে থিমের বাহার, ৪ দিন ধরে টানা চলবে পুজো! দুর্গাপুজো নয়, এই এলাকা মেতে ওঠে কার্তিক পুজোয়
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দূর্গা পুজো আর পুজোর শুরু হওয়ার আগে থেকেই বাঙালি মেতে ওঠেন আনন্দে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকা জাঙ্গালিয়া সাহাপাড়া সংঘটিচক্রের নিয়মটা সম্পূর্ণ ভিন্ন
advertisement
1/6

বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দূর্গা পুজো আর পুজোর শুরু হওয়ার আগে থেকেই বাঙালি মেতে ওঠেন আনন্দে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকা জাঙ্গালিয়া সাহাপাড়া সংঘটিচক্রের নিয়মটা সম্পূর্ণ ভিন্ন।
advertisement
2/6
এখানে গ্রামবাসীরা মেতে ওঠেন দেব সেনাপতি অর্থাৎ কার্তিক পুজোতে দেখতে দেখতে তাদের পুজো এ বছর ৩৩ তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের দেব সেনাপতির মূর্তি বানানো হয়েছে কাঠ ও সোলার বিভিন্ন সরঞ্জাম দিয়ে যা দর্শনার্থীদের মন কারবে বলে মনে করছে উদ্যোক্তারা।
advertisement
3/6
সম্প্রীতি এলাকায় দেবসেনার আগমনে এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে টানা চার দিন ধরে চলবে পুজোর আয়োজন প্রতিদিনই থাকছে বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠান আর এই পুজো দেখতে জেলার বিভিন্ন থেকে মানুষ এসে ভিড় করে। কারণ এলাকার একমাত্র বড় কার্তিক পূজা।
advertisement
4/6
জাঙ্গালিয়া সাহাপাড়া কার্তিক পুজোয় থাকছে নজর কাড়া আলোকসজ্জা সুদূর চন্দননগর থেকে আলোকিত হয়ে উঠেছে গোটা এলাকায়। সামঞ্জস্য করে কেদারনাথের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ। জাঁকজমক করে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পুজো শুরু হয়েছে।
advertisement
5/6
বাংলার কার্তিক পুজো মানে বরাবরই হুগলি তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নাম বরাবরই উঠে আসে কারণ এই সমস্ত এলাকায় কার্তিক পুজোকে ঘিরে থাকে বিভিন্ন ধরনের থিম থেকে আলোকসজ্জা আর তাই দক্ষিণ ২৪ পরগনা জেলায় কার্তিক পুজোর সেভাবে চল না থাকলেও এই এলাকায় মেতে ওঠেন কার্তিক পূজাতে।
advertisement
6/6
কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। পরের পর চলছে উৎসব। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হয়েছে। এবার কার্তিক পুজোর পালা। দেবী দুর্গা ও দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেবসেনাপতি কার্তিক। কার্তিকের আধারনায় পুত্রসন্তান লাভ হয়। প্রচলিত আছে এমনই ধারণা। অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন হয় কার্তিক পুজো।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kartik Pujo 2025: প্যান্ডেলে থিমের বাহার, ৪ দিন ধরে টানা চলবে পুজো! দুর্গাপুজো নয়, এই এলাকা মেতে ওঠে কার্তিক পুজোয়