South 24 Parganas News: জন্মদিনে ঘরে ফিরল নিখোঁজ মেয়ে! কেক কেটে হইহই করে উৎসব পালন পরিবারের, জয়নগরে মন ভাল করা আয়োজন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, পয়লা ডিসেম্বর নিখোঁজ হয়ে গিয়েছিল রিমঝিম প্রামাণিক (১২)। তাঁর বাবা-মা কেউ নেই, মামার বাড়িতেই মানুষ হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে জয়নগর থানার দ্বারস্থ হয় বাড়ির লোক।
advertisement
1/6

জয়নগর থানার প্রয়াসে নিখোঁজ নাবালিকার সন্ধান। নাবালিকার জন্মদিনের দিন তাঁকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। রিমঝিমের বাবা-মা কেউ নেই। মামার বাড়িতেই সে মানুষ হয়েছে। নাতনিকে খুঁজে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
2/6
জয়নগর থানার পুলিশের মানবিক উদ্যোগ। নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে তাঁর জন্মদিনের দিন পরিবারের হাতে তুলে দেওয়া হল। জয়নগর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।
advertisement
3/6
পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, পয়লা ডিসেম্বর জয়নগর থানার অন্তর্গত সরবেড়িয়া প্রামানিক পাড়া এলাকার নাবালিকা রিমঝিম প্রামাণিক (১২) নিখোঁজ হয়ে যায়। রিমঝিমের বাবা-মা কেউ নেই। সে মামার বাড়িতেই মানুষ হয়েছে।
advertisement
4/6
রিমঝিমের মামার বাড়ির লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পায়নি। শেষমেষ জয়নগর থানার দারস্থ হয় তাঁরা। নিখোঁজের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জয়নগর থানার পুলিশ।
advertisement
5/6
বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার শুভেন্দু কুমারের নির্দেশে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জয়নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সমরেশ ঘোষের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নাবালিকা।
advertisement
6/6
নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের পর তাঁর জন্মদিনের দিন তাঁকে পরিবারের হাতে তুলে দেয় জয়নগর থানার পুলিশ। নাবালিকার জন্মদিনেও শামিল হন পুলিশকর্মীরা। নিখোঁজ নাতনিকে খুঁজে পেয়ে খুশি রিমঝিমের মামার বাড়ির লোকজন। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জন্মদিনে ঘরে ফিরল নিখোঁজ মেয়ে! কেক কেটে হইহই করে উৎসব পালন পরিবারের, জয়নগরে মন ভাল করা আয়োজন