Gangasagar Mela 2026: গঙ্গাসাগরে এবার অভিনব ওয়াটার ড্রোন! নিমেষে উদ্ধার করবে ডুবন্ত পূণ্যার্থীদের, জানুন কীভাবে চালাবে উদ্ধারকার্য
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas Gangasagar Mela 2026: গঙ্গাসাগরে এবার লাইফবয় ওয়াটার ড্রোন উদ্ধার করবে ডুবন্ত পূণ্যার্থীদের। পুণ্যস্নানের সময় সাগরে ডুবে যাওয়ার ঘটনা এড়াতে এবার রিমোট কন্ট্রোলড লাইফবয় ওয়াটার ড্রোন মোতায়েন করছে রাজ্য। যা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই।
advertisement
1/5

গঙ্গাসাগরে এবার লাইফবয় ওয়াটার ড্রোন উদ্ধার করবে ডুবন্ত পূণ্যার্থীদের। পুণ্যস্নানের সময় সাগরে ডুবে যাওয়ার ঘটনা এড়াতে এবার রিমোট কন্ট্রোলড লাইফবয় ওয়াটার ড্রোন মোতায়েন করছে রাজ্য। যা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
নদী পথে মানুষজন দুর্ঘটনায় পড়লে রিমোট কন্ট্রোলের সাহায্যে ওয়াটার ড্রোন পাঠিয়ে দেওয়া হবে বিপদে পড়া ব্যক্তির কাছে। এক কিলোমিটার দূরত্বের মধ্যে সাত মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ডুবন্ত ব্যক্তির কাছে পৌঁছবে ওই ড্রোন।
advertisement
3/5
তিনি সহজেই সেই ড্রোনের উপর উঠে পড়তে পারবেন। সঙ্গে সঙ্গে রিমোটের সাহায্যে ড্রোনটিকে পাড়ে নিয়ে এসে বিপদে পড়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে। এই ড্রোন থেকে রিয়েল টাইম ছবি চলে আসবে উদ্ধারকারীদের কাছে।
advertisement
4/5
রিমোট কন্ট্রোলারে একটি স্ক্রিন রয়েছে। যেখানে অনবোর্ড ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখা যাবে। এর ফলে উদ্ধারকারীরা নিখুঁতভাবে ড্রোন পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। এই ড্রোনটি সর্বোচ্চ ১,০০০ কেজি বা ১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।
advertisement
5/5
শুধু একজন নয় একাধিক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকেও একসঙ্গে রক্ষা করার কাজে লাগানো যাবে। সিগন্যাল বা যোগাযোগ বিচ্ছিন্ন হলে অথবা ব্যাটারি লো হয়ে আসলে এটি স্বয়ংক্রিয়ভাবে যেখান থেকে সেটি ছাড়া হয়েছিল সেখানে ফিরে আসবে।(ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2026: গঙ্গাসাগরে এবার অভিনব ওয়াটার ড্রোন! নিমেষে উদ্ধার করবে ডুবন্ত পূণ্যার্থীদের, জানুন কীভাবে চালাবে উদ্ধারকার্য