South 24 Parganas: সুন্দরবনের আকাশে সূর্যের চারপাশে গোলাকার বলয়, উত্তেজনা তুঙ্গে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সুন্দরবনের উপকূলের আকাশে ওঠা এই সূর্য বলয় নিয়ে কচি-কাঁকারা খুবই উৎসাহিত। এই বলয় প্রায় দশ মিনিট স্থায়ী হয়েছিল
advertisement
1/5

এবার সুন্দরবনের আকাশে দেখা মিলল সূর্যের চারপাশে গোলাকার বলয়ের, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মথুরাপুরের অনেক জায়গা থেকে এই ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে।
advertisement
2/5
সুন্দরবনের উপকূলের আকাশে ওঠা এই সূর্য বলয় নিয়ে কচি-কাঁকারা খুবই উৎসাহিত। এই বলয় প্রায় দশ মিনিট স্থায়ী হয়েছিল।
advertisement
3/5
বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সামন্ত বলেন, "স্কুলে আসার সময় হঠাৎ দেখি ছেলে মেয়েরা কৌতুহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম এটাকে সূর্যবলয় বলে। আমাদের সৌভাগ্য যে অনেক দিন পর এই বলয় দেখতে পেলাম। প্রায় দশ মিনিটের উপরে তা স্থায়ী ছিল।''
advertisement
4/5
সূর্যের আশপাশে ২২ ডিগ্রি কোণ করে যে বৃত্তবলয় দেখা যায় তাই হল সূর্যবলয়।
advertisement
5/5
অনেকেই এর ফলে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas: সুন্দরবনের আকাশে সূর্যের চারপাশে গোলাকার বলয়, উত্তেজনা তুঙ্গে