TRENDING:

Agriculture News: কম খরচ, কম পরিশ্রমে লাভ অনেক! সুন্দরবনে চাষের জগতে নতুন অধ্যায়, জমি ফেলে না রেখে নোনা মাটিতে সরষে চাষ চাষিদের

Last Updated:
South 24 Parganas Agriculture News: সুন্দরবনের মাটিতে সরষে চাষ করে লাভবান হচ্ছেন সুন্দরবনের কৃষকরা। মূলত সুন্দরবন কৃষি মাতৃক এলাকা তবে সুন্দরবনের মাটিতে বিভিন্ন ধরনের ধান এবং সবজি চাষ দেখা মিলে। কিন্তু সরষে চাষ দেখা যায় না।
advertisement
1/6
কম খরচ, কম পরিশ্রমে লাভ অনেক! সুন্দরবনে চাষের জগতে নতুন অধ্যায়, চলছে সরষে চাষ
সুন্দরবনের মাটিতে সরষে চাষ করে লাভবান হচ্ছেন সুন্দরবনের কৃষকরা। মূলত সুন্দরবন কৃষি মাতৃক এলাকা তবে সুন্দরবনের মাটিতে বিভিন্ন ধরনের ধান এবং সবজি চাষ দেখা মিলে। কিন্তু সরষে চাষ দেখা যায় না। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
2/6
একটাসময় সুন্দরবনে বোরো ও আমন ধানের আবাদ ছাড়া অন্য কোনও ফসল চাষ করতেন না চাষিরা। বর্তমানে দুই ফসলি জমিকে তিন বা চার ফসলি করে গড়ে তুলতে রবি শষ্য আবাদের দিকে ঝুঁকেছেন তারা।
advertisement
3/6
বোরো ও আমন মরশুমের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে তাতে সরিষা চাষ শুরু করেছেন। তুলনামূলক খরচ কম হওয়ায় বাড়তি কোনও তদারকির প্রয়োজন নেই সরিষা চাষে। এতে করে খরচ কম ও লাভজনক।
advertisement
4/6
এছাড়া সরিষার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারায় ও বাড়তি অর্থ দিয়ে বোরো আবাদ ভালভাবে করতে পারায় সুন্দরবনে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। চলতি রবি মরশুমে সুন্দরবনে সরিষার খুব সুন্দর ফলন হয়েছে।
advertisement
5/6
দাম ভাল পাবে বলে আশা করছেন এই সুন্দরবনের কৃষকরা আগামীতে তায় তারা সরিষা চাষাবাদের পরিমাণ বাড়ানোর চিন্তা করছেন তারা। সাধারণত আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর আগে পর্যন্ত এই মাঝামাঝি সময়ে প্রায় তিন মাস জমি পড়ে থাকে।
advertisement
6/6
তাই সেসময় জমিগুলো ফেলে না রেখে বাড়তি আয়ের জন্য সুন্দরবনের এই কৃষকরা তাতে সরিষা চাষাবাদ শুরু করেছে। কৃষকের কথায়, যদি এই ফাঁকা এই পদ্ধতিতে সরষে চাষ করলে একটু হলেও লাভের আশা দেখবে অন্যান্য কৃষকরা। (তথ্য ও ছবি: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Agriculture News: কম খরচ, কম পরিশ্রমে লাভ অনেক! সুন্দরবনে চাষের জগতে নতুন অধ্যায়, জমি ফেলে না রেখে নোনা মাটিতে সরষে চাষ চাষিদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল