আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি...! কী ভাবে বলে বলে রোগ তাড়ায় ৫ মোক্ষম চিকিৎসা? জানুন সোনারপুরের 'আয়ুষ' মেলায়!
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
আয়ুষ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কালিকাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করা হয়েছে আয়ুষ মেলা।
advertisement
1/5

আয়ুষ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কালিকাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করা হয়েছে আয়ুষ মেলা। মেলায় আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিভিন্ন পরিষেবা ও সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/5
মেলায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ, যোগব্যায়াম প্রদর্শন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ এই আয়ুষ মেলায় অংশগ্রহণ করে সুস্থ জীবনযাপন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মূল্যবান তথ্য লাভ করেন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/5
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আয়ুষ বিভাগের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় অনুষ্ঠিত হলো আয়ুষ মেলা। সোনারপুর ব্লকের অন্তর্গত কালিকাপুর স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এই মেলায় আয়ুর্বেদ, যোগ, হোমিওপ্যাথি ও ইউনানিসহ বিভিন্ন প্রাচীন ও বিকল্প চিকিৎসা পদ্ধতির উপকারিতা সম্পর্কে সাধারণ বিশেষ উদ্যোগ নেয়া হয়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/5
এই ধরনের চিকিৎসা পরিষেবা কোথায় এবং কীভাবে পাওয়া যায়, সে বিষয়েও মানুষকে সচেতন করা হয়।এই উপলক্ষে একটি সচেতনতা পদযাত্রারও আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেয় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এলাকার স্কুল পড়ুয়ারা, যারা আয়ুষের গুরুত্ব নিয়ে নানা স্লোগান ও বার্তা তুলে ধরে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/5
মেলার উদ্বোধন করেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। উপস্থিত ছিলেন বিএমওএইচ অনুপ মিশ্র সহ বিশিষ্ট চিকিৎসকরা। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি...! কী ভাবে বলে বলে রোগ তাড়ায় ৫ মোক্ষম চিকিৎসা? জানুন সোনারপুরের 'আয়ুষ' মেলায়!