Sonar Bala: ৭৫-র শয্যাশায়ী বৃদ্ধা! হাতে কয়েক ভরির বালা, আয়া যা করল শুনলে ছিটকে যাবেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sonar Bala: একেবারে ছিঃ ছিঃ! মুমূর্ষু রোগিনী শয্যাশায়ী, ৭৫ -র বৃদ্ধার হাত থেকে সোনার বালা খুলে নিল আয়া!
advertisement
1/5

: মুমূর্ষু রোগিনীর হাতের সোনার বালা চুরি, ধৃত পরিচারিকা৷ যে আয়াদের উপর ভরসা করে বৃদ্ধা ও শিশুদের রেখে যায় সেই আয়ারা যদি এই ধরনের কাণ্ড ঘটায় তাহলে মানুষ কী করবে তা নিয়ে আলোড়ন নানা মহলে৷ Photo- Representative (Meta AI)
advertisement
2/5
নিউ ব্যারাকপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডে ৭৫ বছরের বৃদ্ধা ছায়া সরকার দীর্ঘদিন রোগভোগের কারনে চলাচলে অক্ষম ছিলেন। বাড়িতে শয্যাশায়ী। সেজন্য তাঁর পরিবারের মেয়েরা স্থানীয় নিউ লাইফ নার্স ও আয়া সেন্টার থেকে দুজন (সকালে ও রাতে) পরিচারিকা নিযুক্ত করেছেন বৃদ্ধার দেখাশোনা ও পরিচর্যার জন্য।
advertisement
3/5
২১ জুলাই সোমবার সকালে বৃদ্ধার বাড়ির লোকজন লক্ষ্য করেন বৃদ্ধার হাতের দুটি সকেট সোনার বালা উধাও হয়ে গেছে। তারা সন্দেহ করেন দুজন পরিচারিকাকে কিন্তু দুজন কিছুতেই মানতে চাচ্ছিলেন না, তারপর ডাকা হয় পুলিশকে। Photo- Representative (Meta AI)
advertisement
4/5
বৃদ্ধার মেয়ে থানায় ১৬ গ্রামের দুটি সোনার সকেট চুরির অভিযোগে নিউ ব্যারাকপুর থানায় মামলা হয়। প্রায় দশ ঘন্টা নানাভাবে ম্যারাথন জেরা করা হয় দুজন আয়াকে। ডাকা হয় আয়া সেন্টারের মালিককে। Photo- Representative (Meta AI)
advertisement
5/5
কিন্তু কিছুতেই দুই আয়া চুরির ঘটনার কথা স্বীকার করছিলেন না পরবর্তীতে স্বীকার করে নেন চুরির কথা এবং তার কথা মতো রাতেই বৃদ্ধার চুরি হওয়া ১৬ গ্রাম দুটি সকেট সোনার চুরি উদ্ধার করে পুলিশ। ধৃত পরিচারিকার নাম মঞ্জুষা সূত্রধর(৩৫) বাড়ি এয়ারপোর্ট থানার ব্যানার্জি পাড়া, বি টি কলেজ। Input- Jiaul Alam
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sonar Bala: ৭৫-র শয্যাশায়ী বৃদ্ধা! হাতে কয়েক ভরির বালা, আয়া যা করল শুনলে ছিটকে যাবেন