Birbhum News: ঐতিহ্যবাহী সোনাঝুরির হাট বন্ধ হয়ে যেতে পারে, এবার কোথায় সেই হাট বসতে চলেছে? জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
পরিবেশবিদরা সতর্ক করেছেন, নতুন হাট আয়োজনের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন। প্রশাসন জানিয়েছে, হাট প্রাঙ্গণে আবর্জনা ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নীতি মেনে চলার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
1/5

বীরভূম,সৌভিক রায়: কমবেশি আজ পর্যন্ত অনেকেই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য এসেছেন। আর এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসার যে মূল কারণ সেটা হল কবিগুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পাশাপাশি সোনাঝুরির হাট প্রদর্শন। কারণ বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা এই সোনাঝুরির হাট। কারণ এই হাটে কবিগুরুর বিভিন্ন স্মৃতি বিজড়িত জিনিসপত্র পাওয়া যায়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
তবে বর্তমানে বেশ কিছু কারণবশত সোনাঝুরি হাট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনায় দিন কাটাচ্ছেন শিল্পীরা ও স্থানীয় ব্যবসায়ীরা। কারণ মামলা করা হয়েছে এই সোনাঝুরির হাট রয়েছে বনদফতরের বিপক্ষ জায়গায়। বনদফতরের জায়গায় কেউ হাট বসাতে পারেন না এবং এর পাশাপাশি পরিবেশবিদ অভিযোগ দায়ের করেছেন সেই ভিত্তিতে এই হাট বন্ধ হয়ে যাওয়ার সন্ধিক্ষণে রয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
তবে এর মাঝে নতুন আশার আলো জ্বেলেছে শান্তিনিকেতনের নতুন উদ্যোগ “শান্তিনিকেতন ই-হাট”। গত রবিবার বিকেলে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই হাটের সূচনা হয়। হাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, সাংস্কৃতিক কর্মী ও এলাকার বিশিষ্ট শিল্পীরা। বাউলগান, ঢোল কাশির তালে তালে শুরু হয় হাটের প্রথম দিন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
উদ্যোগতাদের বক্তব্য “সোনাঝুরি হাটের ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির ধারাকে বজায় রাখতেই এই ই-হাটের শুরু। এখানে শিল্পীদের জন্য যেমন বিক্রির সুযোগ থাকছে, তেমনি পর্যটকদের জন্যও এক নতুন সাংস্কৃতিক পরিবেশ।” এই হাট এখন থেকে প্রত্যেক রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। সেখানে পাওয়া যাচ্ছে সোনাঝুরি হাটের মতোই মাটির ও কাঠের শিল্পকর্ম, কাঁথা ও গয়না, ঘর সাজানোর সামগ্রী স্থানীয় খাবারসহ নানা আকর্ষণ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
পর্যটক ও স্থানীয়দের উপস্থিতিতে প্রথম দিনেই হাট জমে ওঠে। বাউলের সঙ্গে ফোক সঙ্গীতের সঙ্গে মিশে যায় হস্তশিল্পের রঙ,যা বোলপুর শান্তিনিকেতনের সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে। তবে পরিবেশবিদরা সতর্ক করেছেন, নতুন হাট আয়োজনের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন। প্রশাসন জানিয়েছে, হাট প্রাঙ্গণে আবর্জনা ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নীতি মেনে চলার ব্যবস্থা করা হচ্ছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ঐতিহ্যবাহী সোনাঝুরির হাট বন্ধ হয়ে যেতে পারে, এবার কোথায় সেই হাট বসতে চলেছে? জানুন