Son Performs Last Rites For Living Mother:মা ঘর ছেড়েছে, ছেড়েছে কচি সন্তানকেও, হাত ধরেছে প্রেমিকের,‘মৃত' ধরেই শ্রাদ্ধ করল ফুটফুটে ছেলে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Son Performs Last Rites For Living Mother: মাথা ন্যাড়া চার বছরের ছোট্ট ছেলের, বাড়িতে পুরোহিত ডেকে মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন হিন্দুর রীতি মেনেই চলছে শ্রাদ্ধ শান্তির আয়োজন।
advertisement
1/5

পশ্চিম মেদিনীপুর: ছোট্ট ছেলেকে রেখেই অন্য জনের সঙ্গে সংসার পেতেছে মা। ছোট্ট এক কোলের শিশুকে ফেলে রেখে পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া সেই মহিলাকে 'মৃত' বলে ধরে নিয়েছে পরিবার। এবার বেঁচে থাকা মায়ের ছবি সামনে রেখে নিয়ম মেনে শ্রাদ্ধ শান্তি করল ফুটফুটে এক বাচ্চা। এমন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল গোটা মেদিনীপুর। কেউ মারা যায়নি পরিবারে, তবুও বাড়িতে শ্রাদ্ধ শান্তির আয়োজনে হতবাক গ্রামের সকলে। তবে বেশ কয়েকজন পরিবারের এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।
advertisement
2/5
ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এর দরখোলা এলাকায়।মাথা ন্যাড়া চার বছরের ছোট্ট ছেলের, বাড়িতে পুরোহিত ডেকে মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন হিন্দুর রীতি মেনেই চলছে শ্রাদ্ধ শান্তির আয়োজন। কিন্তু বাড়িতে কেউ না মারা যাওয়ার পরেও কেন শ্রাদ্ধ শান্তি? সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে হতবাক সকলে। শ্রাদ্ধ শান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে। মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমত ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধ শান্তির কাজ করল সে।
advertisement
3/5
কারণ উঠে এল পরিবারের লোকজনদের প্রশ্ন করতে।পরিবারের দাবি, বেশ কয়েকদিন আগেই, তার মা চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে। সাত বছরের সংসারকে পিছনে ফেলে চলে গিয়েছে। শুধু তাই নয়, রেখে গিয়েছে তার ফুটফুটে এই ছোট্ট ছেলেকে। ছেলেটি বারেবারে মাকে খুঁজে বেড়াচ্ছিল।
advertisement
4/5
মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেষ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার। পরিবারের সদস্যরাও ওই ছোট্ট বাচ্চাকে জানিয়েছে, তার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে আর ফিরবে না।
advertisement
5/5
আর এই ঘটনা গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিয়েছে, হতবাক সকলে। তবে গোটা জেলার মানুষের কাছে এমন এক সাহসী সিদ্ধান্ত পরিবারের। Input- Ranjan Chanda
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Son Performs Last Rites For Living Mother:মা ঘর ছেড়েছে, ছেড়েছে কচি সন্তানকেও, হাত ধরেছে প্রেমিকের,‘মৃত' ধরেই শ্রাদ্ধ করল ফুটফুটে ছেলে