TRENDING:

Snakes In Jhuli: মতলবটা ঠিক কী! দুই অপরিচিতর অভিসন্ধিটা কী, গ্রামবাসীরা চেপে ধরতেই ঝোলা থেকে বেরোল কেউটে

Last Updated:
Snakes In Jhuli: কাঁধে ঝোলা নিয়ে গ্রামে ঘুরছে দু'জন অপরিচিত ব্যক্তি ঝোলা খুলতেই চক্ষু চড়কগাছ!
advertisement
1/5
মতলবটা ঠিক কী! দুই অপরিচিতর অভিসন্ধিটা কী, গ্রামবাসীরা চেপে ধরতেই ঝোলা থেকে বেরোল কেউটে
আমতা, রাকেশ মাইতি: এলাকায় ঘোরাফেরা করছেন দুই অচেনা ব্যক্তি। স্থানীয় শিশুরাও পিছন পিছন ছুটছে। তাঁদের সঙ্গে থাকা ঝোলা খুলতেই চক্ষু চড়কগাছ। ঘটনাস্থলে এলো বন বিভাগের কর্মীরা।
advertisement
2/5
আমতা ১ ব্লকের পেঁড়ো থানা এলাকার খোশালপুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৪০-৪৫ বছর বয়সী অপরিচিত দু'জন মানুষ। গ্রামের প্রধান রাস্তা হয়ে অলিগলি ঘুরেছেন। বড় ঝোলা কাঁধে ঘুরে বেড়াচ্ছে অপরিচিত দু'জন, তাঁদের গতিবিধি দেখে একটু সন্ধেহ বোধ করেন গ্রামে কয়েকজন মানুষ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
তাদের ধাওয়া করেন এলাকার কয়েক জন যুবক। আমতা ১ ব্লকে'র পেঁড়ো খোশালপুরে গিয়ে ঝোলা খুলতেই বাক্স বন্দি চার'টি কেউটে সাপ উদ্ধার হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী বা সাপ এভাবে বন্দি করে রাখা বা খেলা দেখান ভারতীয় বন্য প্রাণ আইন অনুযায়ী অপরাধ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
হাওড়া জেলা পরিবেশ মঞ্চের সদস্যদের তৎপরতায় আটক করে উদ্ধার হল চারটি বিষধর কেউটে সাপ। পরিবেশ কর্মী সুদীপ্ত সাঁতরা স্থানীয় মানুষকে নিয়ে ওদের আটক করে। এরপর খবর দেয় পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কোঅর্ডিনেটর দীপঙ্কর পোড়েল ও সহঃ সভাপতি সম্রাট মণ্ডল'কে। তাদের মারফত মন বিভাগে খবর পাঠান হয়। ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা পৌঁছে সাপগুলিকে উদ্ধার করে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত এলাকায় মানুষের মধ্যে অসচেতনতা বেশি দেখা যায়। তবে গত কয়েক বছরে মানুষের মধ্যে সচেতনতা দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে। এদিন সাপ নিয়ে খেলা দেখাতে দুই ব্যক্তিকে গ্রামের মানুষ সহযোগিতা করে আটক করতে। পরিবেশ কর্মীদের সচেতনতা বনদফতরের নজরদারি চলছে এইরকম অবৈধ কাজকর্ম রুখতে। পরিবেশকর্মীদের কথায়, সম্পূর্ণরূপে মানুষ সচেতন হলে এমন ঘটনা নিশ্চিহ্ন হয়ে যাবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Snakes In Jhuli: মতলবটা ঠিক কী! দুই অপরিচিতর অভিসন্ধিটা কী, গ্রামবাসীরা চেপে ধরতেই ঝোলা থেকে বেরোল কেউটে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল